জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর কম্পিউটেশনাল অ্যান্ড ম্যাটেরিয়ালস সায়েন্সের উদ্যোগে রসায়নবিষয়ক দুদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শেষ হয়েছে।
অনলাইনে অনুষ্ঠিত সম্মেলনে আমেরিকা, ইরান, ইতালি, জার্মানি, জাপান, কানাডা, অস্ট্রিয়া, চীনসহ বিভিন্ন দেশের স্বনামধন্য শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্য থেকে কম্পিউটেশনাল ও ম্যাটেরিয়াল সায়েন্সবিষয়ক দুটি সেশনে মোট ১৮টি প্রবন্ধ উপস্থাপন করা হয়।
সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. এনামুল্লাহর সভাপতিত্বে প্রথম সেশনটি শুরু হয় গতকাল শনিবার দুপুর ১২টায়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শাহেদুর রহমানের সভাপতিত্বে দ্বিতীয় সেশন শুরু হয় বিকেল ৫টায়।
এদিকে দুদিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানটি গত শুক্রবার রাত ৮টায় উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।
অধ্যাপক এনামুল্লাহর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক ড. শেখ মো. মনজুরুল হক, ট্রেজারার অধ্যাপক ড. রাশেদা আক্তার, কানাডার ইয়োর্ক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক এ বি পি লিভার, বাংলাদেশ কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের সভাপতি অধ্যাপক ড. আফতাব আলী শেখ, জার্মান অধ্যাপক ড. ক্রিস্টোফ ইয়ানিয়াক, চাইনিজ অধ্যাপক ওয়েন হুয়া সান, অস্ট্রিয়ান অধ্যাপক ডব্লিউ লিনার্ট এবং কানাডিয়ান অধ্যাপক ওয়ালিদ এ হাওরি।
অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, ‘মহামারি করোনা আমাদের জীবন থেকে অনেক কিছুই কেড়ে নিয়েছে, কিন্তু অনেক মজার জিনিস উপহার দিয়েছে। আমরা অনেকে অনেক দূরে আছি, কিন্তু একসঙ্গে যুক্ত হতে পেরেছি।’ তিনি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণার এই অধুনা পদ্ধতির ভূয়সী প্রশংসা করেন এবং আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান শিক্ষার্থীবান্ধব এমন আয়োজন করার জন্য।
অধ্যাপক এনামুল্লাহ বলেন, ‘অল্প খরচে বিশ্বমানের গবেষণা নিশ্চিত করণ ও কম্পিউটেশনাল কেমিস্ট্রিকে জনপ্রিয় করতেই আমাদের এই আয়োজন।’
অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রথিতযশা ২০ জন অধ্যাপক ও প্রায় ১০০ শিক্ষার্থী অনলাইন মাধ্যমে যুক্ত হন।