টিকার জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তথ্য চেয়েছে ইউজিসি
করোনার সংক্রমণ রোধ ও স্বাস্থ্যঝুঁকি এড়াতে দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দেওয়ার ব্যবস্থা নিচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
সব শিক্ষার্থীর টিকা পাওয়া নিশ্চিত করতে শিক্ষার্থীদের কোভিড-১৯–সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে। একই সঙ্গে এসব বিশ্ববিদ্যালয়ের ৩০ বছরের নিচে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদেরও তথ্য দিয়ে নির্ধারিত ছক পূরণ করে ২৮ জুলাইয়ের মধ্যে পাঠাতে বলা হয়েছে।
সম্প্রতি ইউজিসির একটি চিঠি সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও রেজিস্ট্রার বরাবর পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী এবং ৩০ বছরের নিচে সব শিক্ষক–কর্মকর্তা-কর্মচারীর তালিকা নির্ধারিত ছক অনুযায়ী একটি ফাইলে করে ২৮ জুলাইয়ের মধ্যে কমিশনের ([email protected]) ই–মেইলে পাঠানোর জন্য অনুরোধ করা হলো।