ড্যাফোডিল পলিটেকনিকে ‘ইন্টার্নশিপ ফেস্ট’
ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট চতুর্থবারের মতো আয়োজন করল ‘ইন্টার্নশিপ ফেস্ট’। চার বছর মেয়াদি ডিপ্লোমা প্রকৌশলের অষ্টম পর্বের শিক্ষার্থীদের ইন্টার্নশিপ নিশ্চিত করার জন্য এ আয়োজন করা হয় গত ১৯ ডিসেম্বর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন এইচআরডিআইয়ের নির্বাহী পরিচালক অধ্যাপক এম মিজানুর রহমান। সভাপতিত্ব করেন ড্যাফোডিল ফ্যামিলির সিইও মোহাম্মদ নুরুজ্জামান।
অতিথিরা উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন। ড্যাফোডিল পলিটেকনিকের আয়োজনে এই উৎসবে দেশের ১৮টি প্রতিষ্ঠান সরাসরি অংশ নেয়। সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা তাঁদের ইন্টার্নশিপ নিশ্চিত করতে ফেস্টে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন। এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা সরাসরি শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন।