default-image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদ্‌যাপনে ‘থিম সং’ তৈরির পরিকল্পনা করা হয়েছে। গানটি প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচন করা হবে। বাংলাদেশের নাগরিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের থেকে থিম সং আহ্বান করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। থিম সংটি অবশ্যই একটি পূর্ণাঙ্গ গান হতে হবে। আজ মঙ্গলবার (২৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, যেকোনো সুরকার, গীতিকার ও শিল্পী সম্মিলিতভাবে অথবা যে কেউ এককভাবে এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। গানের মধ্যে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ঐতিহ্য, ইতিহাস এবং সমাজ ও দেশে অবদানের বিষয় উল্লেখ বা আভাস থাকতে হবে।

আগামী ৩১ মের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস, প্রশাসন-৩ শাখায় থিম সং ([email protected]) জমা দিতে হবে।

বিজ্ঞাপন
উচ্চশিক্ষা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন