পাকিস্তানে খুলেছে স্কুল

ফাইল ছবি

পাকিস্তানে বাড়ছে করোনার সংক্রমণ। তা সত্ত্বেও¡সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠান আজ রোববার খোলার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। এ ক্ষেত্রে উপস্থিতি অর্ধেক (৫০ শতাংশ) নিশ্চিত করতে বলা হয়েছে। তবে করোনা বেড়ে যাওয়ায় সিন্ধু প্রদেশের শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে না।

শিক্ষাপ্রতিষ্ঠানে এখন থেকে সব পরীক্ষা হবে। পড়াশোনার ক্ষতি পোষাতে এ জন্য গ্রেস নম্বর হিসেবে দেওয়া হবে শতকরা ৫ নম্বর। করোনা কত দিন স্থায়ী হবে, তা অনিশ্চিত বলে এমন সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার।

পাকিস্তানের আন্তপ্রাদেশিক শিক্ষামন্ত্রীদের এক সভা হয়। সভায় এসব সিদ্ধান্ত হয়। শিক্ষামন্ত্রী শাফকাত মাহমুদ সভায় সভাপতিত্ব করেন। পরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, করোনাসংক্রান্ত মানদণ্ড বজায় রেখে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠান তার কার্যক্রম চালাতে পারবে।

গত কয়েক দিনে পাকিস্তানে ৫ হাজার–৬ হাজার মানুষ নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন। সেখানে জাতীয় পর্যায়ে করোনা শনাক্তের হার ৮–এর ওপরে। এরই মধ্য শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা জানাল দেশটি। তবে সিন্ধু প্রদেশের স্কুল খুলছে না। প্রদেশটিতে ৯ দিনের লকডাউন চলছে। আজ রোববার সিন্ধু প্রদেশের শিক্ষামন্ত্রী সৈয়দ সরদার আলী করাচিতে এক সংবাদ সম্মেলনে বলেন, এ প্রদেশের স্কুল ও কলেজ ১৯ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে। করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় প্রদেশ সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।
করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় ২৪ জুলাই থেকে সিন্ধু প্রদেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে। সেই ছুটি বেড়ে ১৯ আগস্ট হলো। তথ্যসূত্র: দ্য ইন্টারন্যাশনাল ও ডন