শিক্ষা মন্ত্রণালয়
ফাইল ছবি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন এয়ারভাইস মার্শাল মো. নজরুল ইসলাম। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ চার বছর মেয়াদে তাঁকে এ নিয়োগ দেন।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এসব কথা বলা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় আইন, ২০১৯’ অনুযায়ী, এয়ারভাইস মার্শাল মো. নজরুল ইসলামকে (বিএসপি, এনএসডব্লিউসি, পিএসপি) বিশ্ববিদ্যালয়টির উপাচার্য পদে নিয়োগ দেওয়া হলো।

নিয়োগের শর্তে বলা হয়, উপাচার্য হিসেবে মো. নজরুল ইসলামের নিয়োগের মেয়াদ যোগ দেওয়ার তারিখ থেকে চার বছর হবে। তবে প্রযোজ্য ক্ষেত্রে তিনি নিয়মিত চাকরির বয়সপূর্তিতে মূল পদে প্রত্যাবর্তন করে অবসর গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পাদন শেষে মেয়াদের অবশিষ্ট অংশ পূর্ণ করবেন।

উপাচার্য হিসেবে বিধি মোতাবেক বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন। উপাচার্য পদের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন মো. নজরুল ইসলাম। রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজন মনে করলে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই তাঁকে উপাচার্যের দায়িত্ব থেকে অব্যাহতি দিতে পারবেন।