default-image

নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনায় বাংলাদেশ ও বিশ্বপরিচয় অংশের বহুনির্বাচনি প্রশ্ন নিয়ে আলোচনা।

অধ্যায় ৫

২. ব্রহ্মপুত্র নদের দৈর্ঘ্য কত?

ক. ২২৫০ কিমি খ. ২৬২০ কিমি

গ. ২৮৯৭ কিমি ঘ. ৩১৮০ কিমি

৩. কোনটি যমুনার উপনদী?

ক. আত্রাই খ. ধরলা

গ. গোমতী ঘ. তিতাস

৪. কর্ণফুলী নদীর উত্পত্তি কোথায়?

ক. লুসাই পাহাড় খ. আরাকান পাহাড়

গ. বরাক পাহাড় ঘ. আসাম পাহাড়

৫. কর্ণফুলীর উপনদী কোনটি?

ক. হালদা খ. ধরলা

গ. নাফ ঘ. তিস্তা

৬. তিস্তা ব্যারাজ প্রকল্প কত সালে নির্মিত হয়?

ক. ১৯৬৭-১৯৬৮ খ. ১৯৭৩-১৯৭৪

গ. ১৯৯৭-১৯৯৮ ঘ. ২০০১-২০০৩

৭. লামার মাইভার পর্বতে নিচের কোন নদীটির উত্পত্তিস্থল?

ক. মাতামুহুরী খ. নাফ

গ. কর্ণফুলী গ. কাসালং

বিজ্ঞাপন

৮. গোমতী নদীর তীরে কোন শহর অবস্থিত?

ক. খুলনা খ. রাজশাহী

গ. কুমিল্লা ঘ. বগুড়া

৯. সিলেট শহর কোন নদীর তীরে
অবস্থিত?

ক. তিস্তা খ. ফেনী

গ. সুরমা ঘ. যমুনা

১০. কর্ণফুলী বহুমুখী পরিকল্পনা থেকে কত একর জমিতে কৃষির ফলন হচ্ছে?

ক. ১০ লক্ষ একর খ. ১১ লক্ষ একর

গ. ১৪ লক্ষ একর ঘ. ১৮ লক্ষ একর

১১. বাংলাদেশে নদীপথের দৈর্ঘ্য কত কিলোমিটার?

ক. ৭৪২০ খ. ৮৯৭৫

গ. ৯৮৩৩ ঘ. ৯৯৬০

সঠিক উত্তর

অধ্যায় ৫: ২. গ ৩. ক ৪. ক ৫. ক ৬. গ ৭. ক ৮. গ ৯. গ ১০. ক ১১. গ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

উচ্চশিক্ষা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন