নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যবসায় উদ্যোগের বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায় ৭
৪৩. আদনানকে নিজস্ব গুদামে প্রচুর পণ্য মজুত রাখতে হয়। পণ্যের নিরাপত্তার কথা ভেবে তিনি বিমা করলেন। আদনানের ব্যবসার জন্য কোন বিমা প্রযোজ্য?
ক. জীবনবিমা খ. নৌবিমা
গ. শস্যবিমা ঘ. অগ্নিবিমা
৪৪. ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাগুলো কার নিকট থেকে অনেক সুযোগ-সুবিধা পেয়ে থাকে?
ক. পাইকারের খ. সরকারের
গ. বিক্রয়কর্মীর ঘ. ব্যবস্থাপকের
৪৫. ফাহিন ১,০০,০০০ টাকা পুঁজি নিয়ে ঢাকার নিউমার্কেটে একটি ফাস্ট ফুডের দোকান চালু করেছেন। ফাহিনের ব্যবসাটি ব্যবসার কোন শাখার অন্তর্ভুক্ত?
ক. সেবা শিল্প খ. উৎপাদন শিল্প
গ. নির্মাণ শিল্প ঘ. প্রজনন শিল্প
৪৬. বাংলাদেশের সম্ভাবনাময় বৃহৎ শিল্প—
i. সার শিল্প ii. পর্যটন শিল্প
iii. অটোমোবাইল শিল্প
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৭. নিচের কোনটি শিল্পোন্নত এলাকা নয়?
ক. চট্টগ্রাম খ. কক্সবাজার
গ. ব্রাহ্মণবাড়িয়া ঘ. বান্দরবান
৪৮. দেশের কত ভাগ শিল্প কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে আওতাভুক্ত?
ক. ৪০ ভাগ খ. ২০ ভাগ
গ. ৭৭ ভাগ ঘ. ৯৬ ভাগ
সঠিক উত্তর
অধ্যায় ৭: ৪৩. ঘ ৪৪. খ ৪৫. ক ৪৬. গ ৪৭. গ ৪৮. ঘ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল