ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের মন্ত্রিসভার রদবদল হতে যাচ্ছে আজ বুধবার। তার ঠিক আগে পদত্যাগ করলেন একাধিক কেন্দ্রীয় মন্ত্রী। তাঁদের মধ্য অন্যতম কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পোখরিয়াল নিশাঙ্ক। এ ছাড়া পদত্যাগ করেছেন সদানন্দ গৌড়া, দেবশ্রী চৌধুরী, সঞ্জয় ধোত্রে ও রতনলাল কাতারিয়া।
বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় নতুন একদল মন্ত্রী–প্রতিমন্ত্রী শপথ নেবেন বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে। তার আগে স্বাস্থ্য, শিক্ষা ও শ্রমমন্ত্রী পদত্যাগ করেছেন। পদত্যাগকারীদের দলে আরও মন্ত্রী–প্রতিমন্ত্রী রয়েছেন। এনডিটিভির খবরে বলা হয়েছে, এরই মধ্যে ডজনখানেক মন্ত্রী–প্রতিমন্ত্রী পদত্যাগপত্র জমা দিয়েছেন।
ভারতের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আগামী বছর বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে মন্ত্রিসভার রদবদলে উত্তর প্রদেশ এবং উত্তরাখন্ড বিশেষ গুরুত্ব পাবে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। মোট ৪৩ জন মন্ত্রী পদে শপথ নিতে পারেন। কেন্দ্রীয় মন্ত্রিসভায় বর্তমানে ২৯টি পদ ফাঁকা রয়েছে। যার মধ্যে ১৭ থেকে ২২ জন নতুন মুখ এবারের রদবদলে আসতে পারেন। এ মধ্যে পূর্ণমন্ত্রীর পদ পেতে পারেন ছয়জন।
এই তালিকায় মধ্যপ্রদেশের নেতা বিজেপির রাজ্যসভার সদস্য জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, আসামের সাবেক মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল, বিহারের সাবেক উপমুখ্যমন্ত্রী বর্তমানে রাজ্যসভার সদস্য সুশীল মোদি, মহারাষ্ট্র থেকে নির্বাচিত রাজ্যসভার সদস্য নারায়ণ রানের নাম রয়েছে।