রাজধানীতে চলছে অস্ট্রেলিয়ান শিক্ষা মেলা
অস্ট্রেলিয়ায় পড়তে যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য প্যাক এশিয়া বাংলাদেশের উদ্যোগে রাজধানীর পান্থপথে এক শিক্ষা মেলা অনুষ্ঠিত হচ্ছে। গতকাল শনিবার থেকে শুরু হওয়া এ মেলা চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। প্যাক এশিয়া বাংলাদেশ অফিস কে কে ভবন (বাসা ৬৯ /কে) পান্থপথে এ মেলা অনুষ্ঠিত হবে।
সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চলা এ মেলায় শিক্ষার্থীরা বিনা মূল্যে ঢুকতে পারবেন। মেলায় শিক্ষার্থীদের জন্য থাকবে ২৫ থেকে ১০০ শতাংশ পর্যন্ত বৃত্তির সুযোগ।
মেলায় অস্ট্রেলিয়ার ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। তাঁদের বিশ্ববিদ্যালয়ের জন্য মনোনীত শিক্ষার্থীদের বৃত্তিসহ যোগ্যতা মূল্যায়ন করবেন।
মেলায় অস্ট্রেলিয়ার শিক্ষাব্যবস্থার সব তথ্য, যেমন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আবেদনপ্রক্রিয়া, স্কলারশিপ–সুবিধা, খণ্ডকালীন ও পূর্ণকালীন কাজের সুযোগ, পোস্টস্টাডি ওয়ার্ক পারমিট, স্পনসরশিপ, বাসস্থান, আইইএলটিএস প্রস্তুতি, রেজিস্ট্রেশনসহ অন্যান্য বিষয় সম্পর্কে জানতে পারবেন শিক্ষার্থীরা। মেলায় শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য এ লিংকে গিয়ে প্রাক্-নিবন্ধন করতে হবে। বিজ্ঞপ্তি