শিক্ষা ক্যাডারের শাহাদাত কি হেরে যাবেন?
মো. শাহাদাত শিক্ষাজীবন থেকেই ছিলেন সংগ্রামী। নিজে পড়ালেখার পাশাপাশি টিউশনির টাকা দিয়ে চালিয়েছেন পাঁচ সদস্যের সংসার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪০তম ব্যাচের প্রাক্তন এই শিক্ষার্থী স্বপ্ন দেখতেন বিসিএস ক্যাডার হয়ে ভ্যানচালক বাবাকে সম্মানিত করার। সেই স্বপ্ন বাস্তবে রূপও দিয়েছেন তিনি। ৩৭তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে কুড়িগ্রাম সরকারি কলেজের দর্শন বিভাগের প্রভাষক হিসেবে যোগ দেন শাহাদাত হোসেন। তবে ব্লাড ক্যানসারের কাছে হেরে যেতে বসেছেন এই প্রভাষক।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি এখন ব্লাড ক্যানসারে (অ্যাকিউট লিউকেমিয়া AML M4) আক্রান্ত হয়ে কলকাতার টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসক পরামর্শ দিয়েছেন যত দ্রুত সম্ভব বোনম্যারো ট্রান্সপ্লান্টের। থমকে গেছে শাহাদাতের স্বপ্নে সাজানো পরিবার। শাহাদাতের চিকিৎসার জন্য প্রায় ৮০ লাখ টাকা প্রয়োজন। এত টাকা কীভাবে জোগাড় হবে, এই চিন্তায় দিশেহারা পরিবার। বোনম্যারো ট্রান্সপ্লান্টের জন্য বিপুল টাকা লাগবে। সবকিছু মিলিয়ে ৮০ লাখ টাকার মতো। আগেরবারের তোলা টাকা থেকে এখন হাতে আছে ৩০ লাখের কাছাকাছি। আরও প্রায় ৫০ লাখ টাকা লাগবে।
শাহাদাতের চিকিৎসার জন্য বিত্তবানদের কাছে সহযোগিতা চেয়েছেন এই দেশ গড়ার কারিগরের পরিবার। আপনার সামান্য সহযোগিতাই পারে একটি পরিবারের মুখে হাসি ফোটাতে। আসুন উদারহস্তে শাহাদাতের পাশে দাঁড়াই।
শাহাদাতকে সাহায্য পাঠানোর ঠিকানা:
Md Sahadut Hossain a/c no: 162.151.0464576 DBBL Rangpur Branch Routing no: 090851456
Md Sahadut Hossain A/c no: 5208401022121 Sonali Bank Ltd, Kurigram Branch Routing No : 200490407
Bkash : 01724297235 /01717960178 Nagad: 01724297235 /01923042350 Rocket : 019230423503