৩ ইন্টার্নশিপ, ৩ বৃত্তির খোঁজ
শিক্ষার্থী ও তরুণদের জন্য নিয়মিতই শিক্ষানবিশির সুযোগ করে দেয় বিভিন্ন দেশীয় প্রতিষ্ঠান। আবার করোনার ধাক্কা কাটিয়ে বিভিন্ন দেশের বৃত্তি কার্যক্রমও শুরু হয়েছে পুরোদমে। জেনে নেওয়া যাক এমন কিছু সুযোগের খোঁজ।
ইন্টার্নশিপ
১. গবেষণা প্রতিষ্ঠান ডিএম ওয়াচে গবেষণার কাজে শিক্ষানবিশির সুযোগ পাচ্ছেন বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীরা। নির্বাচিত শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটির বিভিন্ন গবেষণা প্রকল্পে যুক্ত হতে পারবেন। আবেদনের বিস্তারিত জানা যাবে এই ওয়েবসাইটে।
২. ই–কমার্স প্রতিষ্ঠান পিকাবুতে কনটেন্ট তৈরির জন্য বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীদের কাছ থেকে ‘শিক্ষানবিশ’ পদে আবেদন গ্রহণ করা হচ্ছে। [email protected] ঠিকানায় সিভি পাঠাতে হবে।
৩. প্রযুক্তিপ্রতিষ্ঠান শপআপের অধীন মোকাম লিমিটেডের বিভিন্ন বিভাগে বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীদের কাছ থেকে শিক্ষানবিশির জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে। এই লিংকে গিয়ে ফরম পূরণ করে আবেদন করতে হবে।
বৃত্তি
১. মিশরের ইন্টারন্যাশনাল সেন্টার ফর অ্যাগ্রিকালচারের ২০২২ সেশনে বিভিন্ন কোর্স ও প্রশিক্ষণে ভর্তির জন্য বাংলাদেশি শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। কৃষিবিষয়ক কোর্সে আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে ভর্তির সুযোগ আছে। আবেদনের বিস্তারিত জানা যাবে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে।
২. ২০২২-২০২৩ সেশনের ‘গ্লোবাল আন্ডারগ্র্যাজুয়েট এক্সচেঞ্জ’ কর্মসূচির অংশ হিসেবে ১৮-২৫ বছরের শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন গ্রহণ করা হচ্ছে। আবেদনের শেষ তারিখ: আগামী ৯ জানুয়ারি ২০২২। বিস্তারিত জানা যাবে এই ওয়েবসাইটে।
৩. চীনা সরকারের ‘বৃত্তি ২০২২’ কর্মসূচির আওতায় বাংলাদেশি শিক্ষার্থীদের কাছ থেকে স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি ও জেনারেল-সিনিয়র স্কলার হিসেবে আবেদন গ্রহণ করা হচ্ছে। চীনা স্কলারশিপ কাউন্সিলের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করে শিক্ষা মন্ত্রণালয়ে বিভিন্ন সনদপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ তারিখ ১৯ জানুয়ারি। বিস্তারিত জানা যাবে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে।