default-image

৬ষ্ঠ থেকে একাদশ শ্রেণির ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। বৃত্তিপ্রার্থী শিক্ষার্থীরা ৩০ এপ্রিল পর্যন্ত তথ্য জমা দেওয়ার সুযোগ পাবেন। গতকাল রোববার সমন্বিত উপবৃত্তি কর্মসূচির স্কিম পরিচালক শরীফ মোর্তজা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে অবহিতকরণের জন্য অনুরোধ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউশি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের যেসব শিক্ষাপ্রতিষ্ঠান এখনো পর্যন্ত সমন্বিত উপবৃত্তির কর্মসূচির সফটওয়্যারে ৬ষ্ঠ ও ১১ শ্রেণির শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি করেনি তারা ৩০ এপ্রিল পর্যন্ত এন্ট্রি করতে পারবে।

এর আগে উপবৃত্তির জন্য ২৭ এপ্রিল পর্যন্ত তথ্য জমা দেওয়ার সুযোগ ছিল শিক্ষার্থীদের। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এটির সময়সীমা বাড়ানো হয়েছে।

বিজ্ঞাপন
বৃত্তি থেকে আরও পড়ুন
মন্তব্য করুন