অ র্থ নী তি ১ ম প ত্র

অধ্যায়-৬ 

প্রিয় শিক্ষার্থী, অর্থনীতি ১ম পত্র থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব।
প্রশ্ন: উৎপাদনের বিভিন্ন রূপ কী কী?
উত্তর: প্রকৃতি প্রদত্ত বস্তু বা দ্রব্যের আকার, স্থান ও সময় পরিবর্তনের মাধ্যমে উপযোগ সৃষ্টি করা যায়। এ রকম পাঁচটি উপায়ে দ্রব্যের উপযোগ সৃষ্টি করা যায়। নিচে লিখিত পাঁচটি উপায়ে উপযোগকে ভাগ করা যায়। যথা—
ক. রূপগত উপযোগ খ. স্থানগত উপযোগ গ. সময়গত উপযোগ
ঘ. সেবাগত উপযোগ ঙ. স্বত্বগত উপযোগ।
প্রশ্ন: উৎপাদনের উপকরণ কয়টি ও কী কী?
উত্তর: কোনো দ্রব্য উৎপাদন করতে হলে যেসব জিনিসের প্রয়োজন হয়, তাদের উৎপাদনের উপকরণ বা উপাদান বলা হয়। সুতরাং যা দ্রব্য উৎপাদনে সাহায্য করে তাকেই উৎপাদনের উপকরণ বলে। উৎপাদনের এসব উপকরণকে প্রধানত চারটি ভাগে ভাগ করা যায়। যথা—
ক. ভূমি খ. শ্রম গ. মূলধন ঘ. সংগঠন।
ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন—এ চারটি উপাদান বা উপকরণ সম্মিলিতভাবে উৎপাদন কাজে ব্যবহূত হয়।
প্রশ্ন: শ্রমের দক্ষতা কী?
উত্তর: শ্রমিকের উৎপাদন ক্ষমতাকে শ্রমের দক্ষতা বলে। শ্রমের জোগান কেবল জনসংখ্যার পরিমাণের ওপর নির্ভর করে না, শ্রমিকের কর্মদক্ষতাও শ্রমের জোগানকে বিশেষভাবে প্রভাবিত করে থাকে। নির্দিষ্ট সময়ে কাজের উন্নত গুণাগুণ বজায় রেখে একজন শ্রমিকের অধিক উৎপাদনের ক্ষমতাই হলো শ্রমের দক্ষতা। একজন দক্ষ শ্রমিক-অদক্ষ শ্রমিক হতে অনেক বেশি উৎপাদনশীল। সংখ্যা না বাড়িয়ে শ্রমিকের দক্ষতা বৃদ্ধির মাধ্যমেও দেশের শ্রমের জোগান বাড়ানো যায়। শ্রমের দক্ষতা যত বাড়বে উৎপাদনের পরিমাণও তত বাড়বে। কাজ করার ক্ষমা, কাজ করার ইচ্ছা, কারখানার অবস্থা, সামাজিক নিরাপত্তা ইত্যাদি বিষয়ের ওপর শ্রমের দক্ষতা নির্ভর করে।
প্রশ্ন: শিল্পের স্থানীয়করণ কাকে বলে?
উত্তর: উৎপাদনের উপাদান যেমন বিশেষ বিশেষ কাজে নিয়োজিত থাকে, তেমনি বিভিন্ন অঞ্চলও বিশেষ দ্রব্য উৎপাদনে নিয়োজিত থাকে। এ আঞ্চলিক বিশেষীকরণকে শিল্পের স্থানীয়করণ বলে। অর্থনীতির ভাষায় কোনো একটি শিল্পের অধিকসংখ্যক কারখানা বা প্রতিষ্ঠান একটি নির্দিষ্ট দেশে বা অঞ্চলে গড়ে ওঠা বা কেন্দ্রীভূত হওয়াকে শিল্পের কেন্দ্রীকরণ বা শিল্পের স্থানীয়করণ বলে। কোনো অঞ্চল বা দেশ যখন একটি বিশেষ দ্রব্য উৎপাদনে বিশিষ্টতা লাভ করে, তখন আঞ্চলিক শ্রম বিভাগের উদ্ভব হয়। অর্থাৎ সে দেশ বা অঞ্চলে একটি বিশেষ শিল্প গড়ে ওঠার অনুকূল পরিবেশ বা সুযোগ-সুবিধার সৃষ্টি হয়। সুতরাং আঞ্চলিক শ্রম বিভাগের নীতি প্রয়োগে যখন কোনো বিশেষ স্থানে একই ধরনের বহু শিল্প গড়ে ওঠে, তখন শিল্পের স্থানীয়করণ ঘটে। প্রাকৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক প্রভৃতি কারণে শিল্পের স্থানীয়করণ হয়ে থাকে।


প্রভাষক, সিলেট ক্যাডেট কলেজ, সিলেট