default-image

আসুসের সঙ্গে যুক্ত হলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে আসুসের নতুন ল্যাপটপ কম্পিউটার জেনবুক ডুয়োর প্রচারণায় অংশ নেবেন।

আসুসের দুই পর্দার ‘জেনবুক ডুয়ো (ইউএক্স৪৮২)’ ল্যাপটপ কম্পিউটারটি চলতি বছর অনলাইনে আয়োজিত সিইএস মেলায় উদ্ভাবনী পুরস্কার জিতেছে। এতে ব্যবহার করা হয়েছে দুই পর্দার স্ক্রিনপ্যাডপ্লাস ডিসপ্লে।

১৪ ইঞ্চি পর্দার জেনবুক ডুয়োতে রয়েছে ইনটেলের একাদশ প্রজন্মের কোর আই৭ প্রসেসর। সঙ্গে থাকছে ইনটেলের আইরিশ এক্সই গ্রাফিকস এবং ১৬ গিগাবাইট র‍্যাম। ১৪ ইঞ্চির মূল ডিসপ্লের সঙ্গে থাকছে ১২ দশমিক ৬ ইঞ্চির দ্বিতীয় পর্দা। দুটিই টাচস্ক্রিন প্রযুক্তির। কাজ করা যাবে আসুস পেনের (স্টাইলাস) মাধ্যমেও। পাওয়া যাবে ৫১২ গিগাবাইট পর্যন্ত এসএসডি স্টোরেজ সুবিধা।

default-image

দ্বিতীয় পর্দাটির রেজ্যুলেশন ৩৮৪০ x ১১০০ পিক্সেল। এতে ব্যবহারকারী নিজের ইচ্ছেমতো প্রয়োজনীয় কাজ সাজিয়ে নিতে পারবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আসুস। আসুস জেনবুক ডুয়ো ১৪ (ইউএক্স৪৮২) ল্যাপটপটির দাম ১ লাখ ৩০ হাজার টাকা থেকে শুরু।

বিজ্ঞাপন
প্রযুক্তি থেকে আরও পড়ুন
মন্তব্য করুন