এ সপ্তাহেই বাজারে আসছে মুক্ত অপারেটিং সিস্টেম উবুন্টু-চালিত স্মার্টফোন। গত বছর থেকেই এ নিয়ে নানা ধরনের আলোচনা চলছিল।
ইউরোপের বাজারে চলতি সপ্তাহে অ্যাকুয়ারিস ই ৪.৫ মডেলের উবুন্টু ফোন পাওয়া যাবে। উবুন্টুর মূল প্রতিষ্ঠান ক্যানোনিক্যাল জানিয়েছে, ফোনটি www.bq.com ওয়েবসাইটের মাধ্যমে কিনতে পারবেন ক্রেতারা। প্রাথমিকভাবে এ ফোনের দাম ধরা হয়েছে ১৬৯.৯০ ইউরো।
উবুন্টু ফোনে থাকছে উন্নত নানা সুবিধা। এতে থাকছে ১.৩ গিগাহার্টজ কোয়াড কোর মিডিয়াটেক প্রসেসর, এক গিগাবাইট র্যাম, ৮ গিগাবাইট তথ্য ধারণের ব্যবস্থা ও ৮ মেগাপিক্সেলের ক্যামেরা।
ক্যানোনিক্যাল আশা করছে, উবুন্টুর এ ফোনের অভিজ্ঞতা ব্যবহারকারীদের জন্য দারুণ হবে। পুরো ফোনের ব্যবহারবিধিতেও থাকছে পরিবর্তন। মূল পর্দায় বাম কিংবা ডান দিকে গিয়েই যেকোনো অ্যাপ ব্যবহার করা যাবে। একে বলা হচ্ছে ‘কার্ড নেভিগেশন’ পদ্ধতি। নোটিফিকেশন ব্যবস্থা অনেকটাই অ্যাপলের আইওএসের মতোই থাকছে। দুটি সংযোগ সুবিধাও থাকছে এতে। বিস্তারিত: http://bit.ly/1zGvVHf —উবুন্টু ও ম্যাশেবল