default-image

বৈশ্বিক ট্যাবলেট কম্পিউটারের বাজার বড় হচ্ছে। গত বছরের তুলনায় এ বছরে ট্যাবের বাজারে প্রবৃদ্ধিও বেড়েছে। বৈশ্বিক বাজার গবেষণা প্রতিষ্ঠান আইডিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের তৃতীয় প্রান্তিক, অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর এ তিন মাসে ট্যাবলেট কম্পিউটারের বাজারে গত বছরের একই সময়ের তুলনায় ২৪ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। ভারতের এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আইডিসির প্রতিবেদনে বলা হয়েছে, করোনা পরিস্থিতির কারণে অনেকেই ঘরে বসে কাজ শুরু করেছেন। সাধারণ কম্পিউটিং চাহিদা মেটানোর পাশাপাশি সাশ্রয়ী খরচে বড় আকারের স্ক্রিন সুবিধার পাশাপাশি দূরে বসে কাজ, পড়াশোনা ও বিনোদনমূলক কাজে ট্যাবলেট কম্পিউটারের চাহিদা বেড়েছে। কোভিড-১৯–এর নিষেধাজ্ঞা বাজার চাহিদা সৃষ্টি করেছে। বছরের তৃতীয় প্রান্তিকে ৪ কোটি ৭৬ লাখ ইউনিট ট্যাবলেট কম্পিউটার বাজারে এসেছে।

বিজ্ঞাপন

ট্যাবলেট কম্পিউটারের বাজারে শীর্ষে রয়েছে অ্যাপল। গত প্রান্তিকে অ্যাপল মোট ১ কোটি ৩৯ লাখ ইউনিট আইপ্যাড বাজারে এনেছে। গত বছরের তুলনায় অ্যাপলের প্রবৃদ্ধি ঘটেছে ১৭ দশমিক ৪ শতাংশ।

অ্যাপলের পক্ষ থেকে বলা হয়েছে, আইপ্যাডের ২০১৯ সংস্করণ বাজারের বড় অংশ দখল করলেও আইপ্যাড ২০২০ সংস্করণ বিক্রির দিক থেকেও রেকর্ড গড়েছে।

ট্যাবের বাজারে দ্বিতীয় অবস্থানে রয়েছে স্যামসাং। গত প্রান্তিকে ৯৪ লাখ ইউনিট ট্যাবলেট পিসি বাজারে ছেড়েছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি। গত বছরের তুলনায় তাদের প্রবৃদ্ধি ঘটেছে ৮৯ দশমিক ২ শতাংশ।

ট্যাবের বাজারে তৃতীয় আমাজন। আইডিসির হিসাব অনুযায়ী, জুলাই থেকে সেপ্টেম্বর মাসে ৫৪ লাখ ইউনিট ট্যাব বাজারে ছেড়েছে আমাজন। তাদের ৮ ইঞ্চি মাপের ট্যাবলেটটি সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ১০ দশমিক ১ ইঞ্চি মাপের ট্যাবটি। এরপর আমাজনের কিডজ সংস্করণের চাহিদাও বাড়তে দেখা গেছে।

বাজারের চতুর্থ ও পঞ্চম স্থান দখল করেছে হুয়াওয়ে ও লেনোভো। এর মধ্যে হুয়াওয়ে বাজারে এনেছে ৪৯ লাখ ও লেনেভো ৪১ লাখ ইউনিট ট্যাব। ট্যাবলেটের বাজারে ব্যাপক প্রবৃদ্ধি ঘটেছে হুয়াওয়ের। গত বছরের তুলনায় ৩২ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে চীনা প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি। লেনোভোর ক্ষেত্রে প্রবৃদ্ধি ঘটেছে ৬২ দশমিক ৪ শতাংশ।

মন্তব্য পড়ুন 0