default-image

দেশের স্থাপত্য, অন্তসজ্জা ও শিল্পকলা বিষয়ক ম্যাগাজিন শোকেসের তিনবছর পূর্তিতে নতুন ওয়েবসাইট উদ্বোধন করেছে।

সম্প্রতি এক অনুষ্ঠানে নতুন নাইট শোকেস ডটকম ডটবিডি (www.showcase.com.bd) উদ্বোধন করেন আখতার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও শোকেস সাময়িকী সম্পাদক দাতো কে এম রিফাউজ্জামান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আখতার গ্রুপের চেয়ারম্যান কে এম আখতারুজ্জামান, স্থপতি শামসুল ওয়ারেস, মনিরুল ইসলাম, রফিক আজম, মোহাম্মাদ ইকবাল, বিশ্বজিৎ গোস্বামী, তানিয়া করিম, ইন্টেরিয়র স্থপতি আলিফ লাইলা প্রমুখ। বিজ্ঞপ্তি।

বিজ্ঞাপন
মন্তব্য পড়ুন 0