default-image

প্রিলুড এন ৪১ সিরিজের নতুন মডেলের ল্যাপটপ উদ্বোধন করেছে দেশের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। গতকাল শনিবার গাজীপুরের চন্দ্রায় নতুন ল্যাপটপ উদ্বোধন করেন তথ্যপ্রযুক্তি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে জিয়াউল আলম বলেন, ‘মেড ইন বাংলাদেশ’-এর অ্যাম্বাসেডর ওয়ালটন। তথ্যপ্রযুক্তি খাতে ওয়ালটন অন্যতম প্রতিষ্ঠান। তারা হার্ডওয়্যার ও সফটওয়্যার তৈরি করছে। ওয়ালটন কারখানায় পণ্যের বৈচিত্র্য অনেক বেশি। এখানে নতুন নতুন ডিভাইস তৈরি হচ্ছে। দেশে তৈরি এসব পণ্য বিদেশেও যাচ্ছে।

বিজ্ঞাপন

তথ্যপ্রযুক্তি বিভাগের জ্যেষ্ঠ সচিব বলেন, নতুন ল্যাপটপটি শিক্ষার্থীদের জন্য উপযোগী ও দামে সাশ্রয়ী। বাংলাদেশের আইটি শিল্প রপ্তানির যথেষ্ট সুযোগ আছে। দেশে তথ্যপ্রযুক্তির দক্ষতাসম্পন্ন কর্মী তৈরি হচ্ছে। দেশীয় শিল্পের বিকাশে সরকার খুবই আন্তরিক। দেশীয় শিল্পের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে সরকার।

নতুন ল্যাপটপ উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম রেজাউল আলম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আলমগীর আলম সরকার, এক্সিকিউটিভ ডিরেক্টর লিয়াকত আলী, এস এম শাহাদাত আলম, ইউসুফ আলী, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর শাহীনুর সুলতানা, অ্যাকটিং হেড অব অ্যাডমিনিস্ট্রেশন ইয়াসির আল ইমরান, সিনিয়র অ্যাডিশনাল অপারেটিভ ডিরেক্টর মোহসিন আলী মোল্লা প্রমুখ।

মন্তব্য পড়ুন 0