default-image

অফিস কিংবা বাসায় প্রায়ই মোবাইল নেটওয়ার্কের সংকেত হয়ে যায়। এই সমস্যার সমাধানে এরিকসন বাজারে আনছে ‘রেডিও ডট সিস্টেম’। ছোট এ যন্ত্রটি অভ্যন্তরীণ নেটওয়ার্ক সংকেতের শক্তি বাড়াতে যথেষ্ট কার্যকর। এর মাধ্যমে উচ্চগতির ইন্টারনেট ব্যবহারের পাশাপাশি ফোনে সুস্পষ্ট কথা শোনা যাবে। আগামী বছরের শেষের দিকে বাণিজ্যিকভাবে বাজারে ছাড়া হবে রেডিও ডট সিস্টেম।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এরিকসন জানিয়েছে, প্রযুক্তির অগ্রযাত্রায় ইন্টারনেট ও ফোনকলসেবার পণ্যের ব্যবহার বেড়ে গেছে। ফলে ভালোমানের নেটওয়ার্ক সংকেতের প্রয়োজন হয় এসব যন্ত্র ব্যবহারের ক্ষেত্রে। গোলাকৃতির এই যন্ত্রের ওজন মাত্র ৩০০ গ্রাম। ফলে যে কেউ হাতের মুঠোয় করেও এই ডিভাইসটি বহন করতে পারেন। —নিজস্ব প্রতিবেদক

বিজ্ঞাপন
মন্তব্য পড়ুন 0