default-image

ইউনিক বিজনেস সিস্টেমস লিমিটেড দেশের বাজারে এনেছে তাইওয়ানের টিইভি ব্র্যান্ডের টিএ ৩৩০ এবং টিএ ৬৮০ মডেলের দুটি নতুন বহনযোগ্য ডিজিটাল সাউন্ড সিস্টেম। এতে আছে ডুয়েল চ্যানেল মাইক্রোফোন, ৬. ৫ ফুলরেঞ্জ স্পিকার, এসডি কার্ড, ইউএসবি পোর্ট, লাইন-ইন অডিও ইনপুট ও হাই রেঞ্জ সাউন্ড অ্য্যালার্ট। 
টিইভি ব্র্যান্ডের টিএ ৩৩০ এবং টিএ ৬৮০ মডেলের সাউন্ড সিস্টেমে রয়েছে পুনরায় চার্জযোগ্য ব্যাটারি এবং অটো চার্জিং ডিভাইস। এই সাউন্ড সিস্টেম শ্রেণীকক্ষ, ওয়ার্কশপসহ যে কোনো প্রকার আয়োজনের সময় ব্যবহার করা যায়। টিএ ৩৩০ মডেলের দাম ৩৪ হাজার ৫০০ টাকা এবং টিএ ৬৮০ মডেলের দাম ৬২ হাজার টাকা।

বিজ্ঞাপন
প্রযুক্তি থেকে আরও পড়ুন
মন্তব্য করুন