default-image

বহুনির্বাচনি প্রশ্ন 
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের ১ম অধ্যায় থেকে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন নিয়ে আলোচনা করছি। প্রতিটি প্রশ্নের মান ১।

 সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।
১. গণ-অভ্যুত্থানের সঙ্গে কোন সালটি জড়িত?
ক. ১৯৬৬ সাল খ. ১৯৬৯ সাল
গ. ১৯৭০ সাল ঘ. ১৯৭১ সাল
উত্তর: খ. ১৯৬৯ সাল

২. আমাদের মুক্তিযুদ্ধ কবে থেকে শুরু হয়?
ক. ১৯৪৭ সালের ১৫ আগস্ট
খ. ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর
গ. ১৯৭১ সালের ২৬ মার্চ
ঘ. ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি
উত্তর: ঘ. ১৯৭১ সালের ২৬ মার্চ
৩. মুজিবনগর সরকারে রাষ্ট্রপতি বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে কে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন?
ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খ. তাজউদ্দীন আহমদ
গ. ক্যাপ্টেন মনসুর আলী ঘ. সৈয়দ নজরুল ইসলাম
উত্তর: ঘ. সৈয়দ নজরুল ইসলাম
৪. মুক্তিযুদ্ধের ২ নম্বর সেক্টর গঠিত হয়েছিল—
ক. নোয়াখালী, কুমিল্লা, আখাউড়া ভৈরব এবং ঢাকা ও ফরিদপুর জেলার অংশবিশেষ নিয়ে
খ. ব্রহ্মপুত্র নদের তীরবর্তী অঞ্চল ছাড়া সমগ্র রংপুর জেলা ও ঠাকুরগাঁও নিয়ে
গ. চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলা নিয়ে ঘ. কিশোরগঞ্জ ছাড়া ময়মনসিংহ জেলা
উত্তর: ক. নোয়াখালী, কুমিল্লা, আখাউড়া ভৈরব এবং ঢাকা ও ফরিদপুর জেলার অংশবিশেষ নিয়ে
৫. কে ফোর্সের অধিনায়ক কে ছিলেন?
ক. মেজর জিয়াউর রহমান
খ. মেজর খালেদ মোশাররফ
গ. গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার
ঘ. লে. কর্নেল আবদুর রব
উত্তর: খ. মেজর খালেদ মোশাররফ
৬. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে ১১টি সেক্টরে কেন ভাগ করা হয়?
ক. গেরিলা যুদ্ধের সুবিধার জন্য
খ. সম্মুখ যুদ্ধ পরিচালনার জন্য
গ. যুদ্ধ পরিচালনার সুবিধার জন্য
ঘ. যুদ্ধকৌশল নির্ধারণের জন্য
উত্তর: গ. যুদ্ধ পরিচালনার সুবিধার জন্য
৭. মুক্তিবাহিনীর নিয়মিত বাহিনীকে কী বলা হতো?
ক. মুক্তিযোদ্ধা খ. মুক্তি ব্রিগেড
গ. মুক্তিনিশান ঘ. মুক্তিফৌজ
উত্তর: ঘ. মুক্তিফৌজ
৮. মুক্তিযোদ্ধাদের কাছে সবচেয়ে প্রিয় স্লোগান কী ছিল?
ক. জয় বাংলা খ. বাংলাদেশ জিন্দাবাদ
গ. জয়তু বাংলা ঘ. তোমার আমার দেশ
উত্তর: ক. জয় বাংলা
৯. ২৫ মার্চ রাতে নিরীহ বাঙালি নিধনে পাকিস্তানি বাহিনী যে অভিযান শুরু করে, তার নাম কী ছিল?
ক. অপারেশন বাংলা খ. অপারেশন সার্চ লাইট
গ. অপারেশন ব্ল্যাক আউট ঘ. অপারেশন ক্লিন হার্ট
উত্তর: খ. অপারেশন সার্চ লাইট
১০. ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী কোথায় আত্মসমর্পণ করে?
ক. রমনা উদ্যানে খ. অপরাজেয় বাংলার পাদদেশে
গ. রেসকোর্স ময়দানে ঘ. শাহবাগের জাদুঘরের সামনে
উত্তর: গ. রেসকোর্স ময়দানে
১১. মুক্তিযোদ্ধাদের দ্বিতীয় বীরত্বসূচক রাষ্ট্রীয় উপাধি কোনটি?
ক. বীর বিক্রম খ. বীরশ্রেষ্ঠ গ. বীর প্রতীক ঘ. বীর উত্তম
উত্তর: ঘ. বীর উত্তম
১২. মুক্তিযুদ্ধে বাংলাদেশকে ১১টি সেক্টর এবং রণাঙ্গনকে কয়টি ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়?
ক. তিনটি খ. চারটি গ. পাঁচটি ঘ. দুটি
উত্তর: তিনটি।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

বিজ্ঞাপন
প্রযুক্তি থেকে আরও পড়ুন
মন্তব্য করুন