default-image

সামাজিক চাপের কারণে অনেকের মধ্যে বিষণ্নতায় আক্রান্ত হওয়ার ঝুঁকি দেখা দেয়। মস্তিষ্কের একটি গুরুত্বপূর্ণ রাসায়নিক উপাদান সেরোটোনিন ওই ঝুঁকি বৃদ্ধির জন্য দায়ী হতে পারে। ইঁদুরের ওপর কয়েকটি পরীক্ষা-নিরীক্ষার ভিত্তিতে যুক্তরাষ্ট্রের ডিউক বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এ কথা জানিয়েছেন। প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস সাময়িকীতে গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। মানুষের সুস্থতা ও সুখের অনুভূতি নিয়ন্ত্রণে সেরোটোনিনের ভূমিকা রয়েছে। এই উপাদানের পরিমাণ কম হলে মনস্তাত্ত্বিক-সামাজিক চাপের মুখোমুখি কেউ কেউ বিষণ্নতায় আক্রান্ত হতে পারে। এ সমস্যার চিকিৎসায় কোনো কোনো রোগীর তেমন কোনো উন্নতি হয় না। এর কারণ সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানতে নতুন গবেষণার ফলাফল বিশেষ সহায়ক হতে পারে।
আইএএনএস

বিজ্ঞাপন
প্রযুক্তি থেকে আরও পড়ুন
মন্তব্য করুন