default-image

২০১৪ সালের এসএসসির প্রস্তুতি-৭
বহুনির্বাচনি প্রশ্ন  অংশ-৭
প্রিয় এসএসসি পরীক্ষার্থী, শুভেচ্ছা নিও। আজ বাংলা ২য় পত্রের কিছু বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
পদাশ্রিত নির্দেশক
৩. ‘নির্দেশক সর্বনাম’-এর সঙ্গে টা, টি যুক্ত হলে তা কী হয়?
ক. উৎকৃষ্ট খ. নিকৃষ্ট গ. অস্পষ্ট ঘ. সুনির্দিষ্ট
সঠিক উত্তর: ঘ. সুনির্দিষ্ট
৪. পদাশ্রিত নির্দেশকের অপর নাম কী?
ক. পদাশ্রিত অব্যয় খ. পদান্বয়ী অব্যয়
গ. সমুচ্চয়ী অব্যয় ঘ. অব্যয়
সঠিক উত্তর: ক. পদাশ্রিত অব্যয়
৫. পদাশ্রিত নির্দেশক সাধারণত পদের কোথায় বসে?
ক. আগে খ. শেষে গ. মাঝে ঘ. প্রথমে
সঠিক উত্তর: খ. শেষে।
সমাস
১. ‘সমাস’ শব্দের অর্থ কী?

ক. সংক্ষেপণ খ. বিশ্লেষণ
গ. সংযোজন ঘ. সংকলন
সঠিক উত্তর: ক. সংক্ষেপণ
২. সমাসের রীতি কোন ভাষা থেকে এসেছে?
ক. সংস্কৃত খ. আরবি গ. ফারসি ঘ. ইংরেজি
সঠিক উত্তর: ক. সংস্কৃত
৩. ব্যাসবাক্যের অপর নাম কী?
ক. যৌগিক বাক্য খ. বিগ্রহবাক্য
গ. সরল বাক্য ঘ. জটিল বাক্য
সঠিক উত্তর: খ. বিগ্রহবাক্য
৪. বিশেষণের সঙ্গে বিশেষ্যের যে সমাস হয়, তার নাম কী?
ক. কর্মধারয় খ. দ্বন্দ্ব গ. তৎপুরুষ ঘ. বহুব্রীহি
সঠিক উত্তর: ক. কর্মধারয়
৫. কর্মধারয় সমাসে কোন পদ প্রধান?
ক. পরপদ খ. অন্যপদ
গ. পূর্বপদ ঘ. সমস্তপদ
সঠিক উত্তর: ক. পরপদ
৬. সমাস নিষ্পন্ন পদটির নাম কী?
ক. ব্যাসবাক্য খ. সমস্তপদ
গ. বিগ্রহপদ ঘ. পূর্বপদ
সঠিক উত্তর: খ. সমস্তপদ
৭. যে যে পদে সমাস হয়, তাদের প্রতিটি—
ক. সমাস বাক্য খ. সমস্তপদ
গ. পূর্বপদ ঘ. সমস্যমান পদ
সঠিক উত্তর: ঘ. সমস্যমান পদ
৮. দ্বিগু সমাস নিষ্পন্ন পদটি কোন পদ হয়?
ক. বিশেষ্য খ. সর্বনাম গ. অব্যয় ঘ. বিশেষণ
সঠিক উত্তর: ক. বিশেষ্য
৯. কোনটিতে পূর্বপদের অর্থ প্রাধান্য পায়?
ক. অব্যয়ীভাব সমাস খ. কর্মধারয় সমাস
গ. দ্বিগু সমাস ঘ. বহুব্রীহি সমাস
সঠিক উত্তর: ক. অব্যয়ীভাব সমাস
১০. পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃৎপ্রত্যয় যুক্ত হয়ে কোন সমাস গঠিত হয়?
ক. উপপদ খ. পরপদ গ. মধ্যপদ ঘ. দ্বন্দ্ব
সঠিক উত্তর: ক. উপপদ
১১. ক্রিয়ার পারস্পরিক অর্থে কোন বহুব্রীহি সমাস হয়?
ক. ব্যতিহার খ. উপসিত
গ. ব্যাধিকরণ ঘ. সমাধিকরণ
সঠিক উত্তর: ক. ব্যতিহার
১২. অলুক দ্বন্দ্ব সমাস কোনটি?
ক. দুুধে-ভাতে খ. বউ-ভাত
গ. হাত-পা ঘ. কাঁচামিঠা
সঠিক উত্তর: ক. দুুধে-ভাতে
১৩. উপমিত কর্মধারয় সমাস কোনটি?
ক. মুখচন্দ্র খ. শুভ্র গ. মহারাজ ঘ. মহাকীর্তি
সঠিক উত্তর: ক. মুখচন্দ্র
১৪. দ্বিতীয়া তৎপুরুষ সমাস কোনটি?
ক. চিরসুখী খ. জ্ঞানশূন্য
গ. নরাধম ঘ. মহামানব
সঠিক উত্তর: ক. চিরসুখী।

শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা


পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

বিজ্ঞাপন
প্রযুক্তি থেকে আরও পড়ুন
মন্তব্য করুন