সৃজনশীল প্রশ্ন

মাসুক: হেলাল
মাসুক: হেলাল

জীববিজ্ঞান ১ম পত্র 
শিক্ষার্থীরা, আজ রয়েছে জীববিজ্ঞান প্রথম পত্রের ১ নম্বর অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর।
প্রশ্ন: ক. প্রকৃত কোষ কাকে বলে?
প্রশ্ন: খ. কোষপ্রাচীর বলতে কী বোঝায়?
প্রশ্ন: গ. O চিহ্নিত অংশটির ভৌত গঠন বর্ণনা করো।
প্রশ্ন: ঘ. m ও n অঙ্গাণু দুটির অনুপস্থিতিতে কোষের বিভিন্ন কার্যক্রম ব্যাহত হবে—যুক্তি দাও।
উত্তর: ক. সুগঠিত নিউক্লিয়াস-বিশিষ্ট কোষই প্রকৃত কোষ। দুই স্তরবিশিষ্ট নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস ও ক্রোমোসোমের সমন্বয়ে গঠিত নিউক্লিয়াসই সুগঠিত নিউক্লিয়াস।
উত্তর: খ. জড় ও শক্ত যে প্রাচীর দিয়ে উদ্ভিদকোষ পরিবেষ্টিত থাকে, তাকে কোষপ্রাচীর বলে। কোষপ্রাচীর প্রধানত সেলুলোজ, হেমিসেলুলোজ, পেক্টোজ, লিগনিন, সুবেরিন প্রভৃতি কার্বোহাইড্রেট-জাতীয় উপাদানে গঠিত। কোষের আকৃতি দান, কোষকে বাইরের আঘাত থেকে রক্ষা, প্রয়োজনীয় দৃঢ়তা প্রদান এবং কোষের ভেতর ও বাইরের মধ্যে তরল পদার্থের যাতায়াত নিয়ন্ত্রণ কোষপ্রাচীরের কাজ।
উত্তর: গ. O চিহ্নিত অংশটি ক্রোমোসোম। কোষের নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত অনুলিপন ক্ষমতাসম্পন্ন যেসব সুতাকৃতির বংশগতীয় উপাদান মিউটেশন, প্রকরণ প্রভৃতি কাজে বিশেষ ভূমিকা পালন করে থাকে, তাকে ক্রোমোসোম বলে। একটি আদর্শ ক্রোমোসোম নিম্নলিখিত অংশ নিয়ে গঠিত। যথা:
(i) ক্রোমোনেমা: প্রতিটি ক্রোমোসোম লম্বালম্বিভাবে একটি বা দুটি সূত্র দ্বারা গঠিত। এই সূত্রকে ক্রোমোনেমা বলে।
(ii) সেন্টোমিয়ার: প্রতিটি ক্রোমোসোমে সাধারণত একটি সেন্ট্রোমিয়ার থাকে। তবে কোনো কোনো ক্ষেত্রে একাধিক সেন্ট্রোমিয়ার দেখা যায়।
(iii) বাহু: সেন্ট্রোমিয়ারের পাশে ক্রোমোসোমের অংশকেই বাহু বলা হয়।
(iv) সেকেন্ডারি কুঞ্চন: ক্রোমোসোমে সেন্ট্রোমিয়ার ব্যতীত অন্য কুঞ্চন থাকলে তাকে সেকেন্ডারি কুঞ্চন বলে।
(v) স্যাটেলাইট: ক্রোমোসোমের প্রান্তের দিকে গোলাকৃতি অঞ্চলকে স্যাটেলাইট বলে।
উত্তর: ঘ. m চিহ্নিত অঙ্গাণুটি মাইটোকন্ড্রিয়া ও n চিহ্নিত অঙ্গাণুটি ক্লোরোপ্লাস্ট। মাইটোকন্ড্রিয়া ও ক্লোরোপ্লাস্ট উভয়ই কোষের নানা প্রকার শারীরবৃত্তীয় কার্যের সঙ্গে জড়িত। যেকোনো জীবের বেঁচে থাকার জন্য শক্তি প্রয়োজন। সূর্য থেকে এই শক্তি জীবজগতে আসে উদ্ভিদের মাধ্যমে। সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করে এবং নিজের দেহে সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। ক্লোরোপ্লাস্টে অবস্থিত ক্লোরোফিল অণু সালোকসংশ্লেষী বর্ণকণিকা, যার উপস্থিতিতে পুরো প্রক্রিয়াটি সংঘটিত হয়। ক্লোরোপ্লাস্টের অনুপস্থিতিতে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন হতো না।
জীবদের প্রাথমিক খাদ্যভান্ডার, অর্থাত্ উদ্ভিদের শর্করাজাতীয় খাদ্যপ্রাপ্তি সম্ভব হতো না। খাদ্য না পেলে প্রাণীদের বেঁচে থাকা সম্ভব হতো না। সুতরাং, উদ্ভিদকোষে ক্লোরোপ্লাস্ট না থাকলে উদ্ভিদ ও প্রাণীকুলের জীবন বিপন্ন হতো।
খাদ্য গ্রহণের ফলে জীবকোষের মধ্যে জারিত হয়ে শক্তি উত্পন্ন হয় এবং উত্পন্ন শক্তি দিয়েই জীবের সব ধরনের ক্রিয়া-বিক্রিয়া পরিচালিত হয়। শক্তি উত্পাদনের এই প্রক্রিয়া ঘটে মাইটোকন্ড্রিয়ায়। শ্বসনের জন্য প্রয়োজনীয় এনজাইম ও কো-এনজাইম মাইটোকন্ড্রিয়ায় থাকে। কোষে মাইটোকন্ড্রিয়ার অনুপস্থিতিতে শ্বসনপ্রক্রিয়া ব্যাহত হবে এবং শক্তি উত্পাদনের প্রক্রিয়া সম্পন্ন হবে না। তাই মাইটোকন্ড্রিয়ার অনুপস্থিতিতে জীব শক্তিহীন হয়ে পড়বে। অর্থাত্, কোষের শারীরবৃত্তীয় কাজ বন্ধ হয়ে যাবে।