অনলাইন কুইজ প্রতিযোগিতা ‘মুজিব অলিম্পিয়াড’ শুরু

মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আন্তর্জাতিক অনলাইন কুইজ প্রতিযোগিতা ‘মুজিব অলিম্পিয়াড’ শুরু হয়েছে। বঙ্গবন্ধুর ব্যক্তিজীবন, রাজনৈতিক ও রাষ্ট্রীয় কর্মজীবন সম্পর্কে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার উদ্দেশ্যে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের আইসিটি অধিদপ্তর এ কুইজের আয়োজন করছে।

আজ মঙ্গলবার আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ ভার্চ্যুয়ালি ‘মুজিব অলিম্পিয়াড’ কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করেন। প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর দূরদর্শিতা, প্রজ্ঞা, সাহসিকতা, মেধা এবং আবেগ ও ভালোবাসার কারণে দেশের সাড়ে সাত কোটি মানুষ মুক্তিযুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ উপহার দিয়েছে।

বর্তমান ও আগামী প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে গড়ে উঠতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানান জুনাইদ আহমেদ। এ অলিম্পিয়াডের মাধ্যমে বিশ্বের বাংলাভাষী ও প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

মুজিব অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে ২৫ জুন বেলা ৩টা থেকে রাত ১২টা পর্যন্ত। এতে অংশ নিতে ২৪ জুন মধ্যরাত ১২টা পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে।

মুজিব অলিম্পিয়াড সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে ও রেজিস্ট্রেশন করতে ভিজিট করতে হবে https://www.mujibolympiad.gov.bd/register
বঙ্গবন্ধুর ওপর ফিল্ম সাবমিট করতে ভিজিট করতে হবে https://mujib100sfc.gov.bd/
‘আমার বঙ্গবন্ধু’ শীর্ষক ভিডিও বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করতে হবে www.amarbangabandhu.gov.bd

এ ছাড়া আরও থাকছে, অডিও বুক, যা বঙ্গবন্ধুর নিজের লেখা বইয়ের অডিও বুক অ্যাপ, ওয়েবসাইট ও ভিডিও। বিস্তারিত জানতে ভিজিট করুন https://www.mujib100aubk.gov.bd/

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক এ বি এম আরশাদ হোসেন, মুজিব অলিম্পিয়াড প্রতিযোগিতার বিস্তারিত তুলে ধরেন আইসিটি বিভাগের সহকারী প্রোগ্রামার সৈয়দ ইশতিয়াক আহমেদ।