অ্যাপল আনল স্মার্টওয়াচ ও আইপ্যাড

স্মার্টওয়াচে চমক দিল অ্যাপলছবি: রয়টার্স

অ্যাপলের এ বছরের ১৫ সেপ্টেম্বরের অনুষ্ঠান ঘিরে চোখ রেখেছিলেন প্রযুক্তিপ্রেমীরা। আগেভাগেই ‘টাইম ফ্লাইস’ শীর্ষক অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে রেখেছিল প্রতিষ্ঠানটি।

গতকাল মঙ্গলবারের ভার্চ্যুয়াল ওই অনুষ্ঠানে নতুন অ্যাপল ওয়াচ ও আইপ্যাড মডেলের উদ্বোধন করেছে মার্কিন প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি।

অ্যাপলের নতুন ‘অ্যাপল ওয়াচ ৬’ এসেছে রক্তে অক্সিজেনের মাত্রা বা এসপিওটু পর্যবেক্ষণ করার ফিচার নিয়ে। এতে আরও আছে ইসিজি, হার্টরেটসহ অন্যান্য সেন্সর।

নতুন ফিচার নিয়ে এল অ্যাপল ওয়াচ সিরিজ ৬
ছবি: রয়টার্স

অ্যাপল ওয়াচ সিরিজ ৬ (জিপিএস)–এর দাম শুরু ৩৯৯ মার্কিন ডলার থেকে। ওয়াচ সিরিজ ৬–এর জিপিএস ও সেলুলার মডেলের দাম শুরু ৪৯৯ মার্কিন ডলার থেকে।

এর বাইরে সাশ্রয়ী স্মার্টওয়াচ হিসেবে অ্যাপল ওয়াচ এসই নামের যে মডেল বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে, তা অ্যাপল ওয়াচ ৩–এর হালনাগাদ সংস্করণ বলে মনে হবে।

তবে এতে অ্যাপল ওয়াচ ৪ ও ৫–এর গুরুত্বপূর্ণ বেশ কিছু ফিচার নেই। এর দাম ২৭৯ মার্কিন ডলার থেকে শুরু। এতে অবশ্য ইসিজি ও এসপিওটু মনিটর সুবিধা নেই।

অ্যাপলের স্মার্টওয়াচে রেটিনা ডিসপ্লে, অ্যাকসেলেরোমিটার, অলওয়েজ অন ডিসপ্লের মতো ফিচারের সঙ্গে হালনাগাদ মোশন সেন্সর ও মাইক্রোফোন থাকছে। এ স্মার্টওয়াচ চলেবে ওয়াচওএস ৭ অপারেটিং সিস্টেমে। অ্যাপল তাদের ওয়াচ সিরিজ ৩ বিক্রি চালু রাখবে।

নতুন আইপ্যাডের ঘোষণা দিয়েছে অ্যাপল
ছবি: অ্যাপলের সৌজন্যে

অনুষ্ঠানে অ্যাপল অষ্টম প্রজন্মের নতুন আইপ্যাডের ঘোষণা দিয়েছে। এতে এ১২ বায়োনিক চিপসেট রয়েছে, যা নিউরাল ইঞ্জিনযুক্ত। যুক্তরাষ্ট্রের বাজারে আইপ্যাডের ১০.২ ইঞ্চি রেটিনা ডিসপ্লেযুক্ত আইপ্যাডের দাম শুরু হচ্ছে ৩২৯ মার্কিন ডলার থেকে। এটি আইপ্যাডওএস ১৪ সংস্করণে চলবে।

অ্যাপল দাবি করেছে, আইপ্যাডে আগের সংস্করণের চেয়ে ৪০ শতাংশ দ্রুতগতির সিপিইউ দক্ষতা পাওয়া যাবে এবং গ্রাফিকসের মান দ্বিগুণ হবে।

অর্থাৎ, নতুন আইপ্যাড বর্তমানে বেশি বিক্রি হওয়া উইন্ডোজ ল্যাপটপের চেয়ে দ্বিগুণ দ্রুতগতিসম্পন্ন হবে। অ্যাপলে দাবি, বর্তমানে বাজারে থাকা দ্রুতগতির অ্যান্ড্রয়েড ট্যাবের চেয়ে নতুন আইপ্যাড তিন গুণ গতিসম্পন্ন হবে এবং ক্রোমবুকের চেয়ে ছয় গুণ গতি পাবে এটি।

অ্যাপলের কর্মকর্তারা ১৫ সেপ্টেম্বরের অনুষ্ঠানে আইপ্যাড এয়ারের সঙ্গেও পরিচয় করিয়ে দিয়েছেন।

সম্পূর্ণ স্ক্রিন নকশার ১০.৯ ইঞ্চি মাপের লিকুইড রেটিনা ডিসপ্লেযুক্ত আইপ্যাড এয়ারে থাকছে ১২ মেগাপিক্সেল ক্যামেরা, টাচ আইডি সেন্সরসহ নানা ফিচার। এতে বায়োনিক এ১৪ চিপসেট আইপ্যাড ওএস ১৪ ব্যবহৃত হচ্ছে।