অ্যাপল ওয়াচের প্রতিদ্বন্দ্বী তৈরি করছে ওয়ানপ্লাস

ওয়ানপ্লাস লোগো
ছবি: রয়টার্স

অ্যাপল ওয়াচের প্রতিদ্বন্দ্বী স্মার্টওয়াচ বাজারে আনছে মোবাইল ব্র্যান্ড ওয়ানপ্লাস। গুগলের সফটওয়্যারনির্ভর নতুন স্মার্টওয়াচ তৈরির বিষয়টি ইতিমধ্যে নিশ্চিত করেছে চীনা প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি।

২০১৫ সাল থেকেই নতুন স্মার্টওয়াচের নকশা নিয়ে কাজ করছিল ওয়ানপ্লাস। তবে স্মার্টফোনকে বেশি গুরুত্ব দিতে গিয়ে স্মার্টওয়াচ থেকে সরে আসে প্রতিষ্ঠানটি। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট বিজিআর এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী বছরে ওয়ানপ্লাস নাইন স্মার্টফোনের সঙ্গে নতুন স্মার্টওয়াচ বাজারে ছাড়তে পারে প্রতিষ্ঠানটি।

২০১৫ সাল থেকে স্মার্টওয়াচের বাজারে আধিপত্য দেখাচ্ছে অ্যাপল। ফোন ও কম্পিউটারের বাজারে প্রতিযোগিতা বাড়লেও স্মার্টওয়াচের বাজারে অ্যাপল এখনো অনেকটাই এগিয়ে। অ্যাপলকে ধরার চেষ্টা করতে এবার মাঠে নামতে পারে ওয়ানপ্লাস।

গত মঙ্গলবার ওয়ানপ্লাসের প্রধান নির্বাহী পিট লাউ টুইটারে এক টুইট করে নতুন স্মার্টওয়াচ আনার কথা বলেছেন। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটসও জানিয়েছে, ওয়ানপ্লাসের সহপ্রতিষ্ঠাতা কার্ল পেই নতুন স্মার্টওয়াচের স্কেচ তুলে ধরে এ বিষয়ে ইঙ্গিত দিয়েছেন। গত সপ্তাহে এক সাক্ষাৎকারে পিট লাউ গুগলের সফটওয়্যারে স্মার্টওয়াচের কথা বলেন।

গুঞ্জন উঠেছে, আগামী বছরের মার্চ নাগাদ ওয়ানপ্লাস নাইন সিরিজে তিনটি স্মার্টফোন আনবে ওয়ানপ্লাস। সঙ্গে থাকবে চমৎকার নকশার স্মার্টওয়াচ। তবে এ ডিভাইসের দাম এখনো জানা যায়নি।