আইপ্যাডে ক্যালকুলেটর নেই কেন

নতুন আইপ্যাডগুলোতে এখন ল্যাপটপ কম্পিউটারের মোটামুটি সব কাজ করা যায়, থাকে না কেবল ক্যালকুলেটর
অ্যাপল

আইপ্যাডে যা যা করা যায়, তার মোটামুটি সবই ছিল আইফোনে। তবু ২০১০ সালে অ্যাপল যখন সেটি বাজারে ছাড়ল, মানুষ কিন্তু হাতে তুলতে পিছপা হয়নি। অ্যাপলের ব্র্যান্ড একটি কারণ, তবে মানুষ আইপ্যাডের উপযোগ বুঝেই তা কিনেছে। তা হোক, একটি জায়গায় কিন্তু আইপ্যাড ব্যবহারকারীদের বরাবরই বঞ্চিত করেছে অ্যাপল। আর তা হলো, শুরু থেকে আজ অবধি আইপ্যাডের কোনো সংস্করণেই ক্যালকুলেটর অ্যাপ যুক্ত করা হয়নি।

ক্যালকুলেটর নিঃসন্দেহে কাজের অ্যাপ। তাই বলে সেটি যে থাকতেই হবে, তা বলছি না। তবে সব স্মার্টফোন, ট্যাব, ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটারেই ক্যালকুলেটর থাকে। এমনকি আইফোন, অ্যাপল ওয়াচ এবং ম্যাকে ক্যালকুলেটর অ্যাপ দিতে ভোলেনি অ্যাপল। তাহলে আইপ্যাডে এমন বঞ্চনা কেন?

অ্যাপলের কাছ থেকে এর একটি ব্যাখ্যা অবশ্য মিলেছে। তবে আরেকটি ব্যাখ্যা পাওয়া গেছে অ্যাপলের সাবেক এক কর্মীর কাছে। অন্তত নিজেকে তিনি সেভাবেই পরিচিত করেছেন। ২০১৬ সালে রেডিটে এক পোস্টে তাঙ্গোশুকুদাই (tangoshukudai) নামের ওই ব্যবহারকারী লিখেছেন, আইপ্যাডের পরীক্ষামূলক সংস্করণে (প্রোটোটাইপ) কোনো পরিবর্তন ছাড়াই আইফোনের ক্যালকুলেটর অ্যাপ যুক্ত করে অ্যাপল। তবে আইফোন ও আইপ্যাডের পর্দার অনুপাত ও আকার এক না হওয়ায় আইপ্যাডের বেলায় ক্যালকুলেটরটি দেখতে হয় বেঢপ। কোনো কারণে অ্যাপলের কর্তারা সেটি খেয়াল করেননি।

এদিকে আইপ্যাড বাজারে ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল অ্যাপল। এমন সময় একদিন ব্যাপারটি লক্ষ করেন অ্যাপলের প্রয়াত সহপ্রতিষ্ঠাতা এবং তৎকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভ জবস। তিনি স্কট ফর্সটলকে ডেকে পাঠান। সে সময় আইপ্যাডের সফটওয়্যার তৈরির দায়িত্বে ছিলেন তিনি। স্কট এলে স্টিভ জবস জিজ্ঞেস করেন, আইপ্যাডে ক্যালকুলেটরের নতুন নকশা কই? স্কট খুব অবাক হন। বলেন, নতুন নকশা আবার কী? আমরা তো এভাবেই বাজারে ছাড়ার কথা ভাবছি।

স্কট যতই বোঝানোর চেষ্টা করুক না কেন, স্টিভ জবস কী আর তা মানেন! স্টিভ বললেন, হয় আইপ্যাডে ক্যালকুলেটরের নকশা বদলাও নয়তো বাদ দিয়ে দাও।

সে সময় নতুন করে অ্যাপ তৈরির সময় অ্যাপলের কাছে ছিল না। কারণ চট করে কিছু অ্যাপল কখনো করে না। তাই বাধ্য হয় আইপ্যাড থেকে ক্যালকুলেটর বাদ দেওয়া হয়। তবে কী কারণে কে জানে, এক দশক পর আজও সে অ্যাপ যোগ করেনি অ্যাপল। সেটি নিয়ে যে কাজ করছে, তেমনটাও শোনা যায়নি কখনো।

আইপ্যাড এয়ারের অ্যাপ ইন্টারফেস
অ্যাপল

তাই বলে কি অ্যাপল কখনো আইপ্যাডে ক্যালকুলেটর যোগ করবে না? ইউটিউবার মার্কেজ ব্রাউনলি সে প্রশ্নই করেছিলেন অ্যাপলের সফটওয়্যার প্রকৌশল বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ক্রেইগ ফেডেরিগিকে। উত্তরে ক্রেইগ হাসতে হাসতে বলেছেন, ‘ক্যালকুলেটর অ্যাপ বানানো কোনো কঠিন ব্যাপার নয়। তবে আমরা এমন একটি বানাতে চাই যেটি দেখে ব্যবহারকারীরা বলবেন, আইপ্যাডে এটাই সেরা ক্যালকুলেটর অ্যাপ। আমরা কাজটি তখনই করতে চাই যখন আমরা সেটি খুবই ভালোভাবে করতে পারব। আমরা এখনো ততটা ভালো করতে পারিনি। তবে সে দিন আসতে পারে।’

ক্রেইগের কথায় সে আশায় বুক বেঁধে থাকার দরকার অবশ্য নেই আইপ্যাড ব্যবহারকারীদের। চাইলে তৃতীয় পক্ষের (থার্ড পার্টি) অ্যাপ নামিয়ে নিতে পারেন। আবার হোম স্ক্রিন সোয়াইপ করে নিচে নামিয়ে দিলে পাওয়া যাবে স্পটলাইট সার্চ। সেখানে কোনো সমীকরণ লিখলে আইপ্যাড বুঝে যায় অঙ্ক কষার সময় এসেছে, এরপর জানিয়ে দেয় উত্তর।