আইফোনের দাম কমবে এবার?

সাশ্রয়ী দামের আইফোন বাজারে আসতে পারে। ছবি: রয়টার্স
সাশ্রয়ী দামের আইফোন বাজারে আসতে পারে। ছবি: রয়টার্স

দারুণ ক‌্যামেরা, উন্নত চিপসেট আর প্রিমিয়াম নকশার ৫জি নেটওয়ার্ক সমর্থিত পরবর্তী প্রজন্মের স্মার্টফোন যদি ৬৪৯ মার্কিন ডলার পাওয়া যায়? একে সাশ্রয়ী দামের ফোন বলা যেতে পারে। বিশেষ করে তা যদি আইফোনের নতুন কোনো মডেল হয়। অ‌্যাপল এ ধরনের সুবিধাযুক্ত সাশ্রয়ী দামের একটি আইফোন বাজারে আনতে চলেছে বলে গুঞ্জন উঠেছে।

৬৪৯ মার্কিন ডলার দামের নতুন আইফোনের তথ‌্য ফাঁস করেছেন তথ‌্য প্রযুক্তি বিশ্লেষক জন প্রসের। তাঁর দাবি, আইফোন ১২ মডেল ৬৪৯ মার্কিন ডলার দামে পাওয়া যাবে। নতুন আইফোন সংস্করণ ভেদে ৬৪৯ মার্কিন ডলার থেকে এক হাজার ৯৯ ডলারে কিনতে পারবেন গ্রাহক। অর্থাৎ, বর্তমান বিশ্ব পরিস্থিতি মোকাবিলায় আইফোনের দাম কমিয়ে দিচ্ছে অ‌্যাপল।

প্রসের দাবি করেন, ৫ দশমিক ৪ ইঞ্চি মাপের আইফোন ১২ পাওয়া যাবে ৬৪৯ মার্কিন ডলারে। ২৫৬ জিবি মডেলটির দাম হবে ৭৪৯ মার্কিন ডলার। ৬ দশমিক ১ ইঞ্চি মাপের আইফোন ১২ ম‌্যাক্সের দাম শুরু হবে ৭৪৯ মার্কিন ডলার থেকে। আইফোন ১২প্রো ও ১২ প্রো ম‌্যাক্সের দাম আইফোন ১১প্রো ও ১১প্রো ম‌্যাক্সের সমান ৯৯৯ ও এক হাজার ৯৯ ডলার হবে।

প্রসের দাবি ঠিক থাকলে ৫জি সুবিধাযুক্ত ৮০০ মার্কিন ডলার দামে দুটি নতুন আইফোন বাজারে ছাড়বে অ‌্যাপল যা সরাসরি স‌্যামসাং, ওয়ানপ্লাস, গুগলের স্মার্টফোনকে টক্কর দেবে।

অ‌্যাপলের সাশ্রয়ী দামের আইফোনের জন‌্য ওএলইডি ডিসপ্লে তৈরি করেছে চীনের বিওই টেকনোলজি আর দামী প্রো ও প্রো ম‌্যাক্সের ডিসপ্লে তৈরি করেছে স‌্যামসাং।

বাজার বিশ্লেষকেরা বলেন, আগে থেকেই দেখা গেছে, অ‌্যাপল স্মার্টফোনের দামের যুদ্ধে নামে না। তারা বরাবরই বেশি দামে ডিভাইস বিক্রি করে। এখন পরিস্থিতি বদলে গেছে। কোভিড-১৯ পরবর্তী বিশ্বে বেশি দামের পরিকল্পনা কাজ নাও করতে পারে। এ ছাড়া অ্যাপলকে আসন্ন আইফোনগুলেো উৎপাদন সংক্রান্ত সমস্যার সঙ্গে লড়াই করতে হচ্ছে। ফলে অ‌্যাপল এবার কৌশল বদলাতে পারে। তথ‌্যসূত্র: ফোর্বস