আসছে ‘ওয়ান প্লাস নাইন’

নতুন ওয়ানপ্লাস ফোন আনছে ওয়ান প্লাস টেকনোলজিস
ছবি : রয়টার্স

প্রযুক্তিপ্রেমীদের একের পর এক চমক দিয়ে যাচ্ছে চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ওয়ান প্লাস। ‘ওয়ানপ্লাস ৮টি’ মডেলের স্মার্টফোনের ঘোষণার পরে এবারে নতুন স্মার্টফোন ‘ওয়ান প্লাস নাইন’ নিয়ে শুরু হয়েছে নতুন গুঞ্জন।

স্যামসাং, শাওমির মতো প্রতিষ্ঠানকে টেক্কা দিতে আগামী বছরের মার্চেই নতুন ফ্ল্যাগশিপ ফোনটি আনবে ওয়ান প্লাস। যুক্তরাষ্ট্রের বাজারকে বেশি প্রাধান্য দিচ্ছে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি ওয়ান প্লাসের ঘোষণা দেওয়া ৮টি মডেলের ফোনটিতে রয়েছে ১২০ হার্টজ অ্যামোলেড প্যানেল, ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং ও নতুন নকশা। এবারে প্রতিষ্ঠানটি আগামী বছরের নতুন স্মার্টফোনের দিকে গুরুত্ব দিতে শুরু করেছে। এ বছর এপ্রিলে নতুন স্মার্টফোন আনলেও আগামী বছরের মার্চ মাসে নতুন ফোন আনার লক্ষ্য নির্ধারণ করছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড সেন্ট্রাল জানিয়েছে, ২০২১ সালে আগেভাগেই ফ্ল্যাগশিপ স্মার্টফোন আনার ক্ষেত্রে ওয়ানপ্লাস ছাড়াও স্যামসাংয়ের বিশেষ পরিকল্পনা রয়েছে। স্যামসাং গ্যালাক্সি এস ২১ সিরিজে নতুন স্মার্টফোন বাজারে ছাড়তে পারে জানুয়ারিতেই। স্যামসাং সাধারণত ফেব্রুয়ারিতে তাদের নতুন স্মার্টফোন ঘোষণা করে।

ওয়ান প্লাস ৯ স্মার্টফোনের ফিচার নিয়ে আগেভাগেই ধারণা করা কঠিন। তবে এতে কোয়ালকমের ৫ ন্যানোমিটার চিপসেট থাকতে পারে। এ ছাড়া এতে ওয়ান প্লাস ৮ সিরিজের বেশ কিছু ফিচার যুক্ত হতে পারে।

নতুন স্মার্টফোনের তথ্য ফাঁস করে টিপস্টার নামে সামাজিক যোগাযোগের মাধ্যমে পরিচিত হয়ে উঠেছেন অনেকেই। সম্প্রতি এমনই একজন টিপস্টার বলেছেন, ‘লেমোনেড’ কোডনাম দিয়ে নতুন স্মার্টফোনের কাজ শুরু করেছে ওয়ানপ্লাস। এ ফোনটির চারটি সংস্করণ তৈরি করবে প্রতিষ্ঠানটি। নতুন ওয়ান প্লাস স্মার্টফোন হাতে পেতে আগামী বছর পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে ওয়ানপ্লাস প্রেমীদের।