ইউটিউব ভিডিও-অডিও ফরমেটে রূপান্তর

ইন্টারনেটে ভিডিও আদান-প্রদান, দেখা বা নামানোর (ডাউনলোড) জনপ্রিয় ওয়েবসাইট ইউটিউবে অনেক সময় পুরো ভিডিও ডাউনলোড না করে ভিডিওর শুধু অডিও অংশটি প্রয়োজন হয়। এ জন্য অনেকেই পুরো ভিডিওটি নামিয়ে সেটিকে আবার বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে অডিও ফরমেটে রূপান্তর করেন। তবে এত কিছু না করে সহজেই অনলাইনে কিছু ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি MP3 ফরমেটে রূপান্তরের মাধ্যমে ইউটিউবের কাঙ্ক্ষিত ভিডিওটির অডিও ফাইল নামানো যায়। এ ধরনের কিছু ওয়েবসাইটের ঠিকানা: www.youtubemp3.tv, www.video2pm3.net, www.vidtomp3.com, www.flvto.com, www.fetchmp3.com ইত্যাদি। এসব সাইটের মাধ্যমে এ কাজটি সহজে করা যাবে। —সাজিদুল হকs