ইলন মাস্কের আকাশচুম্বী আশাবাদ

২০৩০ সালের আগেই টেসলা বছরের দুই কোটি গাড়ি তৈরি করবে বলে মনে করেন প্রধান নির্বাহী ইলন মাস্ক। ছবিটি চীনের সাংহাইয়ে এ বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিত চীনে তৈরি মডেল ওয়াই গাড়ির উদ্বোধনী অনুষ্ঠানে তোলা
রয়টার্স

ইলন মাস্ক আশাবাদী। সে তো জানা কথা। না হলে এতগুলো সফল প্রতিষ্ঠান দাঁড় করান কীভাবে! তবে এবারের আশাবাদ বৈদ্যুতিক গাড়ির বাজার নিয়ে। বর্তমান প্রেক্ষাপটে সে আশাবাদ আকাশচুম্বী বলে মনে হতে পারে।

টুইটারে আজ সোমবার টেসলার এই প্রধান নির্বাহী কর্মকর্তা লিখেছেন, সাত বছর পর থেকে বছরে তিন কোটি করে বৈদ্যুতিক গাড়ি তৈরি হবে বলে মনে করেন তিনি। সঙ্গে জুড়ে দিয়েছেন, ‘হয়তো ছয় বছর। পাঁচ বছরে সম্ভব, তবে এমনটা হওয়ার কথা নয়।’

যা হওয়ার তা-ই হলো। টুইটারে তাঁর অনুসারীরা ভাবলেন, ইলন মাস্ক বোধ হয় বলেছেন শুধু তাঁর প্রতিষ্ঠান এককভাবে তিন কোটি নতুন বৈদ্যুতিক গাড়ি উৎপাদন করবে। তবে ভুল ভাঙাতে দেরি করেননি তিনি। লিখেছেন, ‘এটা পুরো বাজারের হিসাব, টেসলা এককভাবে নয়। আমরা মনে করি, ২০৩০ সালের আগেই টেসলা বছরে দুই কোটি গাড়ি উৎপাদন শুরু করবে। তবে সে জন্য উৎপাদনের চমৎকার ধারা বজায় রাখতে হবে।’

দুটি ভবিষ্যদ্বাণী করেছেন মাস্ক। তবে দুটি ভিন্ন সময়সীমার উল্লেখ করেছেন। প্রথমে বলেছেন, সাত বছর অর্থাৎ ২০২৭ সাল নাগাদ বছরে মোট তিন কোটি বৈদ্যুতিক গাড়ি উৎপাদন করা হবে। আর শুধু টেসলা বছরে দুই কোটি বৈদ্যুতিক গাড়ি তৈরি করবে ২০৩০ সালের আগে। শুধু তাঁর অনুমান আমলে নিলে গোটা বাজারের সঙ্গে টেসলার তুলনা করার সুযোগ কম। তবে এটুকু পরিষ্কার যে গোটা বাজারের চেয়ে টেসলাকে বেশ এগিয়ে রাখছেন তিনি। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, ২০১৯ সালে বিশ্বব্যাপী ২১ লাখ বৈদ্যুতিক গাড়ি বিক্রি করা হয়। এর মধ্যে শুধু টেসলা বিক্রি করেছে ৩ লাখ ৬৭ হাজার ৫০০ গাড়ি।

তবে ইলন মাস্ক যা-ই বলুন, বছরে দুই কোটি গাড়ি তৈরি করতে হলে টেসলাকে এখনো দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। এ বছরের দ্বিতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটি ৮২ হাজারের কিছু বেশি গাড়ি তৈরি করেছে। সে হিসাবে বছরে ৩ লাখ ২৮ হাজার। তবে আগামী প্রান্তিকে অবস্থার উন্নতি হতে পারে। টেসলার কর্মীদের গত সপ্তাহে পাঠানো এক ই-মেইলে সে ইঙ্গিত দিয়েছেন ইলন মাস্ক।

টেসলার বেশির ভাগ গাড়ির দাম এখনো বাজারের তুলনায় বেশি। বছরে ২ কোটি গাড়ি উৎপাদন ও বিপণনের জন্য তুলনামূলক কম দামের গাড়ি বিক্রি করতে হবে। প্রতিষ্ঠান সে লক্ষ্যে কাজও করে যাচ্ছে। গত সপ্তাহে মাস্ক বলেছেন, আগামী তিন বছরের মধ্যে ২৫ হাজার ডলারের টেসলা গাড়ি বাজারের ছাড়ার পরিকল্পনা আছে। বর্তমানে তাদের মডেল থ্রি গাড়িটির দাম সবচেয়ে কম। সেটাও ৩৮ হাজার ডলারের কমে না। সূত্র: ম্যাশেবল