উইন্ডোজ ১০-ই কি শেষ নাকি উইন্ডোজ ১১ আসছে?

২০১৫ সালের ঘটনা। মাইক্রোসফট তখন ‘উইন্ডোজ ১০’ বাজারে ছাড়ার প্রস্তুতি নিচ্ছে। অপারেটিং সিস্টেমটি নিয়ে সফটওয়্যার নির্মাতাদের এক কারিগরি সম্মেলনে মাইক্রোসফটের পক্ষ থেকে ঘোষণা এল, ‘উইন্ডোজ ১০ হলো উইন্ডোজের শেষ সংস্করণ।’

অনেক ভ্রু উঁচু হলেও সে সময় ওই বক্তব্যই শেষ বলে ধরে নেওয়া হয়েছিল। তবে আগামী ২৪ জুন আরেকটি ভার্চ্যুয়াল অনুষ্ঠান আয়োজনের কথা বলেছে মাইক্রোসফট, যেখানে ‘উইন্ডোজের পরবর্তী প্রজন্মের’ ঘোষণার ইঙ্গিত দেওয়া হয়েছে।

ছয় বছর পর মাইক্রোসফট যদি মত বদলায়ই, তো দোষ দেওয়া যায় না। গত দশকগুলোতে মাইক্রোসফট উইন্ডোজ-নির্ভরতা কমাতে ব্যবসায়ের ধরনে পরিবর্তন এনেছে। নানা খাতে ছড়িয়ে দিয়েছে বিনিয়োগ। তবু উইন্ডোজ সিরিজ এখনো প্রতিষ্ঠানটির জন্য গুরুত্বপূর্ণ। এমনকি মাইক্রোসফটের লোগোও কিন্তু উইন্ডোজের লোগোরই একটি সংস্করণ।

অবশ্য উইন্ডোজ ১১ বাজারে ছাড়ার আরও একটি ইঙ্গিত মিলেছে। মাইক্রোসফট নিশ্চিত করেছে, ২০২৫ সালে উইন্ডোজ ১০-এর সমর্থন বন্ধ করে দেবে তারা। অর্থাৎ, এরপরে নিরাপত্তা হালনাগাদ বন্ধ হয়ে যাবে, গ্রাহকসেবা থাকবে না, নিরাপত্তাত্রুটি দেখা দিলে দায় নেবে না মাইক্রোসফট।

উইন্ডোজ ১০ হোম এবং প্রো সংস্করণের জন্য নির্ধারিত ওয়েবপেজে প্রতিষ্ঠানটি লিখেছে, উইন্ডোজ ১০-এর অন্তত একটি সংস্করণের জন্য ২০২৫ সালের ১৪ অক্টোবর পর্যন্ত গ্রাহকসেবা দিয়ে যাবে মাইক্রোসফট।

আর সে ঘোষণা এল ২৪ জুনে অনুষ্ঠেয় ‘উইন্ডোজের পরবর্তী প্রজন্মের’ ঘোষণার আগে আগে।

উইন্ডোজ ১০-এর বিদ্যমান সংস্করণেই নতুন কিছু সুবিধা যুক্ত করা শুরু হয়েছে
মাইক্রোসফট

আর এতে প্রশ্ন উঠেছে, আমরা ‘উইন্ডোজ ১১’-এর দেখা পাচ্ছি কি না। উইন্ডোজ ১১ হোক বা না হোক, গুরুত্বপূর্ণ হালনাগাদ যে আসছে, তা মোটামুটি নিশ্চিত। ‘উইন্ডোজ সান ভ্যালি’ সাংকেতিক নামে উইন্ডোজের একটি সংস্করণ নিয়ে মাইক্রোসফট কাজ করছে বলে একাধিক সংবাদ প্রতিবেদনে দেখেছি আমরা।

কেউ কেউ অবশ্য আরেকটি ইঙ্গিত দিচ্ছেন। তাঁরা ২০১৫ সালে দেওয়া মাইক্রোসফটের ঘোষণাতেই গুরুত্ব দিচ্ছেন। মাইক্রোসফট বলেছিল, উইন্ডোজ ১০ হলো উইন্ডোজের শেষ সংস্করণ। এতে উইন্ডোজ ভিন্ন সম্পূর্ণ নতুন নামের অপারেটিং সিস্টেম আসছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

মাইক্রোসফট বিল্ড সম্মেলনে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলা বলেছিলেন, তিনি পুরোপুরি নতুন, অত্যন্ত গোপন একটি অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন, যেটি শিগগিরই মাইক্রোসফট জনসমক্ষে আনবে।

সব ইঙ্গিত মিলিয়ে বলা যায়, উইন্ডোজ ১১ আসবে কি না, বলা মুশকিল, তবে অপারেটিং সিস্টেম নিয়ে বড় কোনো ঘোষণা ব্যবহারকারীরা পাচ্ছেন ২৪ জুনের অনুষ্ঠানে।

আরও পড়ুন

সূত্র: সিএনবিসি, ট্রাস্টেড রিভিউ