এক চার্জে ২১ দিন চলবে স্মার্টওয়াচ

স্মার্টওয়াচ
ছবি : জেডটিইর সৌজন্যে

শরীর ঠিক রাখার জন্য বিভিন্ন তথ্য পেতে এখন স্মার্টওয়াচের ব্যবহার বাড়ছে। স্মার্টওয়াচ ব্যবহারকারীদের কথা মাথায় রেখে ফিটনেস যন্ত্র হিসেবে নতুন স্মার্টওয়াচ উন্মুক্ত করেছে চীনা প্রতিষ্ঠান জেডটিই।

কালার ডিসপ্লেযুক্ত নতুন এই স্মার্টওয়াচ চীনের বাজারে ছাড়লেও শিগগিরই বিশ্বের অন্যান্য দেশে আসতে পারে। এ স্মার্টওয়াচের বিশেষ ফিচার হচ্ছে এর ব্যাটারির আয়ু। জেডটিই দাবি করেছে, তাদের ওয়াচ লাইভ নামের স্মার্টওয়াচে এক চার্জে ব্যাটারির আয়ু ২১ দিন পর্যন্ত থাকবে।

জেডটিই ওয়াচ লাইভ স্মার্টওয়াচটিতে ১২ ধরনের স্পোর্টস মোড ও আইপি-৬৮ সনদ থাকবে। অর্থাৎ, এটি হবে পানি ও ধুলা প্রতিরোধী। এতে সারা দিন হার্টরেট মাপার জন্য বিশেষ সেন্সরও থাকবে। এতে ঘুম পর্যবেক্ষণের জন্য ট্র্যাকার সেন্সর ও মেশিন লার্নিং অ্যালগরিদম সুবিধাও থাকবে।

চীনের বাজারে জেডটিই স্মার্টওয়াচের দাম ধরা হয়েছে ২৪৯ ইউয়ান বা ৩ হাজার ২০০ টাকার মতো। আগামী ডিসেম্বর মাস থেকে চীনের বাজারে এ স্মার্টওয়াচ পাওয়া যাবে।

স্মার্টওয়াচটিতে ১ দশমিক ৩ ইঞ্চি টিএফপি ডিসপ্লে ও টাচ সমর্থন থাকছে। এতে রক্তের অক্সিজেনের পরিমাণ দেখার জন্য অপটিক্যাল সেন্সরও যুক্ত হচ্ছে। এতে ওয়্যারলেস সংযোগের জন্য ব্লুটুথ ৪.২ সংযোগ থাকবে। এর সঙ্গ সমর্থন করে—এমন স্মার্টফোনে যুক্ত করা হলে রিয়েল টাইমে ফোন ও বার্তা নোটিফিকেশন পাওয়া যাবে। স্মার্টওয়াচ দিয়েই মিউজিক কন্ট্রোল ও রিমোট ক্যামেরা নিয়ন্ত্রণ করা যাবে।

জেডটিই জানিয়েছে, তাদের স্মার্টওয়াচে পরিবর্তনযোগ্য রঙিন রিস্টব্যান্ড থাকবে। একবার চার্জ দিলে স্মার্টওয়াচ ১৪ থেকে ২১ দিন যাবে। এটি ফার্স্ট চার্জিং সমর্থন করবে। ৫ মিনিট চার্জ দিলেই সারা দিন চালানো যাবে এটি। এ স্মার্টওয়াচটির ওজন মাত্র ৩৫ দশমিক ৭ গ্রাম।