এনটিটি অ্যাডভান্সড টেকনোলজি কোম্পানির সঙ্গে ড্রিম ডোর সফ্টের চুক্তি সই

জাপানের এনটিটি অ্যাডভান্সড টেকনোলজি কোম্পানির বাংলাদেশ প্রতিনিধি হিসেবে ড্রিম ডোর সফ্টের সঙ্গে চুক্তি সই হয়েছে
ছবি: বিজ্ঞপ্তি

জাপানের এনটিটি অ্যাডভান্সড টেকনোলজি কোম্পানির বাংলাদেশ প্রতিনিধি হিসেবে ড্রিম ডোর সফ্টের সঙ্গে চুক্তি সই হয়েছে। জাপানের টোকিওতে ড্রিম ডোর সফ্টের ডিরেক্টর ড. খান মোহাম্মদ আনোয়ারুস সালাম এবং এনটিটি  অ্যাডভান্সড টেকনোলজির পক্ষ থেকে ফুকাশি আদানিয়া এবং অন্য কর্মকর্তাদের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষর করা হয়।

ড্রিম ডোর সফ্ট বিশ্বের টেক জায়ান্ট কোম্পানিগুলোকে বাংলা ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ের ব্যাপারে সহায়তা করে আসছে। এরই ধারাবাহিকতায় বাংলা ভাষা এবং বাংলাদেশের প্রযুক্তিকে জাপানসহ বিশ্বের দরবারে তুলে ধরার জন্য এনটিটি অ্যাডভান্সড টেকনোলজির সঙ্গে যৌথভাবে কাজ করবে ড্রিম ডোর সফ্ট লিমিটেড।

জাপান-বাংলাদেশের বন্ধুত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী বছর বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক আরও মজবুত করার জন্য এই যৌথ উদ্যোগ নিয়ামক হিসেবে কাজ করবে। এর মাধ্যমে রোবটিক প্রসেস অটোমেশন এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে কীভাবে জাপানের সরকার, ব্যাংক, ইনস্যুরেন্স এবং ই-কমার্স প্রতিষ্ঠানগুলো স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হচ্ছে, সে অভিজ্ঞতার ভিত্তিতে বাংলাদেশের করপোরেট প্রতিষ্ঠানগুলোকে সহায়তা দেওয়া হবে। চলমান বিশ্বমন্দার ঢেউ কাটিয়ে তুলতে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে ভর্তুকি প্রদানের মাধ্যমে প্রযুক্তির প্রসারে সহায়তা করা হবে। বিজ্ঞপ্তি