এল নতুন পিওএস সফটওয়্যার

দেশে রেস্তোরাঁ, রিটেইল ও চেইন স্টোর, হোলসেল ব্যবসা বা সুপারমার্কেটে ব্যবসা পরিচালনার জন্য নতুন পিওএস সফটওয়্যার ‘জেডকেপিওএস’ সেবা এনেছে বায়োমেট্রিকভিত্তিক নিরাপত্তা পণ্য ও সফটওয়্যার সেবাদাতা প্রতিষ্ঠান জেডকেটেকো। নতুন সফটওয়্যারে ক্যাশ রেজিস্টারের মতো সফটওয়্যার চালানোর জটিলতা থেকে মুক্তি পাওয়া যাবে। ব্যবসায়ীদের সুবিধার কথা ভেবে স্মার্ট ক্যাশ রেজিস্টার সফটওয়্যার সেবা জেডকেপিওএস উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি।

জেডকেটেকোর বর্তমানে ক্যাটেরিং ও বিজনেস দুটি সংস্করণ রয়েছে। এর সমন্বয় দক্ষতা একে ক্যাশ রেজিস্ট্রারের সঙ্গে ব্যবহারের সুযোগ করে দেয়। এ সফটওয়্যার ব্যবহারে সিস্টেমে খুব বেশি পরিবর্তন আনার প্রয়োজন পড়ে না। সেবা ইনস্টল করে সঙ্গে সঙ্গে ব্যবহার করা যায়। এটি স্থানীয় স্টোরেজ সমর্থন করে ও দূর থেকে নজরদারির জন্য ক্লাউড সেবাও সমর্থন করে। ইনভেনটরি ম্যানেজমেন্ট ও ব্যাকগ্রাউন্ড রিপোর্ট অ্যাপ্লিকেশনের সাহায্যে স্টোর ব্যবস্থাপকেরা দূরে থেকেই ২৪ ঘণ্টা কেনাকাটার বিষয়টি খেয়াল রাখতে পারে। এতে আছে একাধিক অবস্থান ব্যবস্থাপনা, একাধিক স্টোর ব্যবস্থাপনা, ওয়্যারহাউস ব্যবস্থাপনা, ইনভয়েস ডিসকাউন্ট, রাউন্ডিং সুবিধা, বন্ধের দিনের তথ্য সুবিধা।

জেডকেটেকো কর্তৃপক্ষ বলছে, জেডকেপিওএসের অতিরিক্ত ফিচার ব্যবহার করে দক্ষতা বাড়ানোর পাশাপাশি পরিচালন ব্যয় কমানো যায়। উইন্ডোজ, অ্যান্ড্রয়েড বা ওয়েব অ্যাপ্লিকেশন সমর্থন করে এটি। জেডকেটেকোর ক্যাশ রেজিস্ট্রার জেডকেবায়ো সিরিজের সঙ্গে দারুণ সমন্বয়ে কাজ করতে পারে সফটওয়্যারটি। জেডকে বায়ো সিরিজ হচ্ছে নতুন মডুলার ডিজাইন ক্যাশ রেজিস্ট্রার। জেডকেটেকোর কাস্টমাইজড ফিঙ্গারপ্রিন্ট রিডারের মাধ্যমে জটিল ক্যাশিয়ার পরিবেশের নিরাপত্তা বিধানের নিশ্চয়তা পাওয়া যায় এতে। বিস্তারিত জানা যাবে www.zkteco.com.bd সাইটে।