কেরানীগঞ্জে ভ্রাম্যমাণ বিজ্ঞান উৎসব

বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের আয়োজনে ভ্রাম্যমাণ বিজ্ঞান উৎসবে অংশ নেন দর্শনার্থীরা
ছবি: সংগৃহীত

রাজধানীর কেরানীগঞ্জে শিক্ষার্থীদের জন্য ভ্রাম্যমাণ বিজ্ঞান উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। মুজিব বর্ষ উপলক্ষে আজ বুধবার এ উৎসবের আয়োজন করা হয়।

বিজ্ঞান জাদুঘরের পক্ষে একটি ভ্রাম্যমাণ চলচ্চিত্র বাস ও একটি মহাকাশ পর্যবেক্ষণ বাসের মাধ্যমে এ উৎসব অনুষ্ঠিত হয়। কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় সাত শ শিক্ষার্থী প্রদর্শনীতে অংশ নেয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

উৎসবে ফোর-ডি চলচ্চিত্রের মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তির অজানা রহস্য এবং মহাকাশের গ্রহ–নক্ষত্রের পরিচিতি দেখানো হয়। এ ছাড়া আয়োজিত হয় বিজ্ঞানবিষয়ক প্রতিযোগিতা।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও বন্ধ হয়নি বিজ্ঞানচর্চা। মুজিব বর্ষকে স্মরণ করে শিক্ষার্থীদের অচলায়তন থেকে রক্ষা করতে এ বিজ্ঞানভিত্তিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।’