গুগল ও অ্যাপল ক্রেমলিনের অনুচর: নাভালনি

রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনি
রয়টার্স ফাইল ছবি

গুগল ও অ্যাপলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে প্রতিষ্ঠান দুটিকে ক্রেমলিনের ‘অনুচর’ হিসেবে উল্লেখ করেছেন রাশিয়ার কারারুদ্ধ বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনি। গত সপ্তাহে দেশটির সংসদ নির্বাচনের সময় প্রতিষ্ঠান দুটি অ্যাপ স্টোর থেকে নাভালনির নির্বাচনবিষয়ক অ্যাপ সরিয়ে ফেলায় আজ বৃহস্পতিবার টুইটারে এমন মন্তব্য করেন তিনি।

টুইটারে নাভালনি লেখেন, ‘সর্বশেষ নির্বাচনে কিছু যদি আমাকে অবাক করে, তবে সেটা নির্বাচনে পুতিনের ফল জালিয়াতি নয়, বরং কতটা অনুগতভাবে শক্তিধর বিগ টেক তার অনুচরে পরিণত হয়েছে।’

গুগলের প্লে স্টোর ও অ্যাপলের অ্যাপ স্টোর থেকে নাভালনির ‘স্মার্ট ভোটিং’ অ্যাপ সরিয়ে ফেলে প্রতিষ্ঠান দুটি। মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর প্রতি রাশিয়ার অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানোর অভিযোগ আনলে এমনটা করা হয় বলে গত ১৭ সেপ্টেম্বর জানিয়েছে নাভালনির নির্বাচনী দল।

স্মার্ট ভোটিং অ্যাপ ব্যবহার করে ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়ার বিপক্ষে কৌশলগত প্রচারণা চালানোর পরিকল্পনা করেছিল নাভালনির সহযোগীরা। রাশিয়ায় সংসদ নির্বাচনে তিন দিনের ভোট গ্রহণ শুরু হয় গত শুক্রবার। নির্বাচনে ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া পার্টি সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে।

টেক জায়ান্টগুলো কাপুরুষ ও লোভী মানুষদের দ্বারা পরিচালিত বলে উল্লেখ করেছেন ক্রেমলিনের সমালোচক হিসেবে পরিচিত নাভালনি। এদিকে অ্যাপটি সরিয়ে ফেলা রাজনৈতিক সেন্সরশিপের শামিল বলে অভিযোগ নাভালনির সমর্থকদের।

বার্তা সংস্থা এএফপি গুগল ও অ্যাপলের সে সিদ্ধান্ত সম্পর্কে ধারণা রাখে, এমন ব্যক্তিদের বরাত দিয়ে লিখেছে, রুশ কর্তৃপক্ষের চাপে পড়ে এমন সিদ্ধান্ত নিয়েছিল টেক জায়ান্টরা। এমনকি প্রতিষ্ঠানগুলোর স্থানীয় কর্মীদের আটক করার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছিল।