গুগলে সবচেয়ে বেশি কী কী খোঁজা হলো

গুগল

এক বিরল বছর পেরিয়ে এল মানবজাতি। বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রায় পরিবর্তন নিয়ে এসেছে করোনাভাইরাস। নতুন স্বাভাবিক জীবনে নতুনভাবে বাঁচতে শিখছে মানুষ। মানুষের বদলে গেছে অনেক কিছুই। বাস্তবকে গ্রাস করছে ভার্চ্যুয়াল জগৎ। ঘরে বসে অনলাইনেই সব কাজ করছে মানুষ। এমন নতুন স্বাভাবিক জীবনে বিশ্বেজুড়ে প্রতিবছর কোন বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি সার্চ হচ্ছে, তার একটি তালিকা প্রকাশ করেছে গুগল। ১২টি শ্রেণিতে ২০২০ সালের শীর্ষ খোঁজার তালিকা প্রকাশ করেছে প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি। সবচেয়ে বেশি সার্চ হওয়া বিষয়গুলোর তালিকার মধ্য মানুষের অনুমিত অনেক কিছুই আছে। আবার ভাবনায় নেই এমন অনেক কিছু আছে তালিকায়।

অনুসন্ধান
মানুষ সবচেয়ে বেশি গুগলে খুঁজেছে উহান থেকে বিশ্বে ছড়িয়ে পড়া করোনাভাইরাস। সেই ভাইরাসে গেল বছরে ১৮ লাখের বেশি মানুষ মারা গেছেন। করোনার পর মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে মানুষ বেশি ঢুঁ মেরেছে গুগলে। বছরের শুরুতেই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় হেলিকপ্টার দুর্ঘটনায় সাবেক মার্কিন বাস্কেটবল তারকা কোবি ব্রায়ান্ট কন্যাসহ নিহত হন। ওই দুর্ঘটনায় কোবি ব্রায়ান্ট ছাড়া বাস্কেটবল কোচ জন আলতোবেল্লি, তাঁর স্ত্রী কেরি, মেয়ে অ্যালিসাও মারা যান। ব্রায়ান্টকে বছর ধরে খুঁজেছে মানুষ। আর করোনায় লকডাউনের মধ্য সবকিছু যখন বন্ধ, তখন ভার্চ্যুয়াল জগতে আনাগোনা বেড়েছিল। তাই বেড়েছে জুমের ব্যবহার। বছর ধরে চলেছে জুমের ব্যবহার। আর করোনার মধ্যে ভারত ছেড়ে মরুর দেশ দুবাইয়ে হয়েছে গেল বছরের আইপিএল। মানুষ সবচেয়ে বেশি খুঁজেছে এ–সংক্রান্ত খবরও। গুগল ক্লাসরুমও খুঁজেছে মানুষ।

১. করোনাভাইরাস
২. নির্বাচনী ফলাফল
৩. কোবি ব্রায়ান্ট
৪. জুম
৫. আইপিএল

খবর
বছর ধরে খবরের মধ্যে মানুষ বেশি যা যা খুঁজেছে—
১. করোনাভাইরাস
২. নির্বাচনী ফলাফল
৩. ইরান
৪. বৈরুত
৫. হান্টাভাইরাস।
এ ছাড়া ভারতের বিহারের নির্বাচন এবং কর্মসংস্থানের ব্যাপারেও খোঁজ চলেছে বছর ধরে।

অভিনয়শিল্পী
২০২০ সালে মানুষ বেশি সময় কাটিয়েছে ঘরেই। ঘরে কাটানোর সময়ের মধ্য সিনেমা ও রুপালি জগতের আনাগোনা ছিল মানুষের।
১. টম হ্যাংকস
২. জোয়াকুইন ফিনিক্স
৩. অমিতাভ বচ্চন
৪. রিকি জার্ভিস
৫. জাডা পিঙ্কেট স্মিথ।


খেলাধুলা
কোভিড–১৯–এ ঘরে বসে সময় কাটানো মানুষ খেলাধুলা করতে পারেনি। কিন্তু খেলার জগতের মানুষের গুগলে খোঁজ নিয়েছে হরহামেশাই। ক্রীড়া জগতের যাদের বেশি খোঁজা হয়েছে—
১. রায়ান নিউম্যান
২. মাইকেল জর্ডান
৩. টাইসন ফিউরি
৪. টম ব্র্যাডি
৫. মাইক টাইসন।

এ ছাড়া লুই সুয়ারেজ ও দিয়াগো সিলভাকেও গুগলে খুঁজেছে মানুষ।

কনসার্ট
১. টুগেদার অ্যাট হোম কনসার্ট
২. ফায়ার ফাইট অস্ট্রেলিয়া কনসার্ট
৩. গার্থ ব্রুকস ড্রাইভ ইন কনসার্ট
৪. ট্রাভিস স্কট ফোর্টনাইট কনসার্ট
৫. বিটিএস অনলাইন কনসার্ট।

গেম
১. অ্যামাং আস
২. ফল গাইস: আলটিমেট নকআউট
৩. ভেলোরেন্ট
৪. জেনশিন ইমপ্যাক্ট
৫. দ্য লাস্ট অব আস ২

হারানো ব্যক্তি
১. কোবি ব্রায়ান্ট
২. নায়া রিভেরা
৩. চ্যাডউইক বোজম্যান
৪. সুশান্ত সিং রাজপুত
৫. জর্জ ফ্লয়েড।

এ ছাড়া আর্জেন্টাইন তারকা দিয়েগো ম্যারাডোনা ও অভিনেতা শন ওকোর্নির ব্যাপারে মানুষ আগ্রহী ছিল।

গানের কথা
১. ডব্লিউএপি
২. স্যাভেজ লাভ
৩. গুবা
৪. স্কেচার্স
৫. ডায়নামাইট

সিনেমা
১. প্যারাসাইট
২. ১৯১৭
৩. ব্ল্যাক প্যান্থার
৪. ৩৬৫ ডেজ
৫. কন্টাজিওন

ব্যক্তি
১. জো বাইডেন
২. কিম জং–উন
৩. বরিস জনসন
৪. কমলা হ্যারিস
৫. টম হ্যাংকস

রেসিপি
১. ডালগোনা কফি
২. ইমেক
৩. সোওয়ারডো ব্রেড
৪. পিৎজা
৫. লাহমাকুন

টিভি শো
১. টাইগার কিং
২. বিগ ব্রাদার ব্রাজিল
৩. মানি হেইস্ট
৪. কোবরা কাই
৫. দ্য আমব্রেলা একাডেমি।