চাহিদা বাড়ছে টেলিগ্রাম ও সিগন্যাল অ্যাপের

সিগন্যাল ও টেলিগ্রাম মেসেজিং অ্যাপের চাহিদা বেড়ে গেছে
ছবি : রয়টার্স

হঠাৎ সিগন্যাল ও টেলিগ্রাম মেসেজিং অ্যাপের চাহিদা বেড়ে গেছে। হোয়াটসঅ্যাপ ব্যবহারের নীতিমালা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার পর এ চাহিদা বাড়তে দেখা যায়। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গত বুধবার হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ তাদের ব্যবহারের শর্তে পরিবর্তন আনে। এতে ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ ব্যবহার চালিয়ে যেতে চাইলে ফেসবুকের সঙ্গে তথ্য ভাগ করে নিতে সম্মত হতে বাধ্য করছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

একটি পপ-আপ নোটিশ দিয়ে হোয়াটসঅ্যাপ সতর্ক করে বলছে, হোয়াটসঅ্যাপ ব্যবহার চালিয়ে যেতে এই শর্ত হালনাগাদ গ্রহণ করতে হবে, তা না হলে অ্যাকাউন্ট বন্ধ করে দিতে হবে।

হোয়াটসঅ্যাপ ফেসবুকের সঙ্গে যেসব তথ্য শেয়ার করতে বলছে, তার মধ্যে রয়েছে ফোন নম্বর ও অবস্থানগত তথ্য।

টুইটারে অনেকেই হোয়াটসঅ্যাপের তথ্য শেয়ারের শর্ত নিয়ে সমালোচনা করে সিগন্যাল ও টেলিগ্রাম ব্যবহার করতে পরামর্শ দিচ্ছেন।

টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক সিগন্যাল ব্যবহার করতে পরামর্শ দেওয়ার পর গত বৃহস্পতিবার থেকেই এর ব্যবহার বেড়ে গেছে। টুইটারে সবচেয়ে বেশি অনুসরণ করা হয়, এমন অ্যাকাউন্টের মধ্যে রয়েছে ইলন মাস্কের অ্যাকাউন্টটি।

তথ্য বিশ্লেষক প্রতিষ্ঠান সেন্সর টাওয়ারের তথ্য অনুযায়ী, গত দুদিনে অ্যাপল ও গুগলের অ্যাপ স্টোর থেকে এক লাখের বেশি সিগন্যাল অ্যাপটি ডাউনলোড হয়েছে।

অন্যদিকে টেলিগ্রাম অ্যাপ ডাউনলোড হয়েছে ২২ লাখ। আবার হোয়াটসঅ্যাপের ডাউনলোডের হার গত এক সপ্তাহে ১১ শতাংশ কমে গেছে।