জবস আর মাস্কের মধ্যে পার্থক্য রয়েছে: বিল গেটস

স্টিভ জবস, এলন মাস্ক ও বিল গেটস
ছবি: সংগৃহীত

গাড়ি নির্মাতা টেসলার প্রধান নির্বাহী এলন মাস্কের অনুসারী অনেক। টুইটারে বিভিন্ন বিষয়ে টুইট করে তিনি অনুসারীদের মাতিয়ে রাখেন। তিনি টেসলার বৈদ্যুতিক গাড়ি ও স্পেস এক্সের রকেট নিয়ে যা করেছেন, এতে আরেক মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবসের সঙ্গে তুলনা করা হয়।

তবে একজন মানুষ এই তুলনাকে অদ্ভুত বলে মনে করেন। তিনি মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবসের প্রতিদ্বন্দ্বী থেকে বন্ধু হওয়া বিল গেটস। তিনি এলন মাস্কের সঙ্গে স্টিভ জবসের তুলনার পক্ষে নন। তাঁর দৃষ্টিতে দুজন দুই মেরুর লোক।

সম্প্রতি ব্লুমবার্গকে এক সাক্ষাৎকার দিয়েছেন বিল গেটস। সেখানে বিল গেটসের কাছে জবস ও মাস্কের তুলনা নিয়ে তাঁর ভাবনার কথা জানতে চাওয়া হয়। বিল গেটস বলেন, ‘আপনি যদি ব্যক্তিগতভাবে মানুষ চেনেন, তবে এ ধরনের অতিসরলীকৃত পার্থক্য অদ্ভুত বলে মনে হবে।’

মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস বলেন, জবস ও মাস্কের মধ্যে মানুষ হিসেবে ও কাজের মধ্যে পার্থক্য রয়েছে। মাস্ক মূলত হাতে–কলমে শেখা প্রকৌশলী আর জবস ছিলেন নকশার ক্ষেত্রে, কর্মী নিয়োগ আর মার্কেটিংয়ের ক্ষেত্রে প্রতিভাধর। আপনি কোনো ঘরে প্রবেশ করবেন না এবং একে অপরের সঙ্গে গুলিয়ে ফেলবেন না।’

এলন মাস্ক ও বিল গেটসের মধ্যে অবশ্য খুব ভালো বন্ধুত্বের সম্পর্ক নেই। গত মাসে বিল গেটস এক ব্লগ পোস্টে বলেছিলেন, বৈদ্যুতিক গাড়িতে দীর্ঘমেয়াদি সমস্যার সমাধান হবে না। টেসলার প্রধান নির্বাহী এলন মাস্ক বিল গেটসের মন্তব্য নিয়ে টুইট করে বলেন, বৈদ্যুতিক গাড়ি সম্পর্কে বিল গেটসের ধারণা নেই। বিল গেটসও মাস্কের কোভিড-১৯ ও এর টিকা তৈরির ধারণা নিয়ে সমালোচনা করেন। গত এপ্রিল মাসে টেসলার প্রধান নির্বাহী ক্যালিফোর্নিয়ায় ঘরে বন্দী থাকার বিষয়টিকে ফ্যাসিবাদী আচরণের মতো বলে উল্লেখ করেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসির এক সাক্ষাৎকারে গেটসকে মাস্কের মন্তব্যের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘মাস্কের কাজ হলো ক্ষোভপূর্ণ মন্তব্য করে আলোচনার জায়গা ধরে রাখা। তিনি টিকা তৈরির সঙ্গে খুব বেশি যুক্ত নন। তিনি বৈদ্যুতিক গাড়ি তৈরি করেন। তাঁর তৈরি রকেটও ভালো চলে। তাই তিনি এসব কথা বলার অনুমতি পাচ্ছেন। তিনি যেসব কাজের সঙ্গে যুক্ত নন, সেসব বিষয়ে তিনি কথা বলে মানুষকে বিভ্রান্ত না করলেই ভালো।’