তথ্যপ্রযুক্তি খাতে করোনাই পোষাবে করোনার ক্ষতি

করোনা মহামারীর কারণে ঘরে বসে ক্লাস ও অফিসের কাজ করার জন্য ২০২১ সালে ডিভাইসের চাহিদা বাড়বে ৮ শতাংশ
রয়টার্স

করোনা মহামারির প্রভাবে ব্যবসায়ে নানা পরিবর্তন এসেছে। মূলত সে কারণেই চলতি বছর তথ্যপ্রযুক্তি খাতে বাড়বে ব্যয়। আর তা বেড়ে ৩ লাখ ৯০ হাজার কোটি ডলারে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।

গতকাল সোমবার বিশ্বব্যাপী তথ্যপ্রযুক্তি খাতে ব্যয়ের আনুমানিক হিসাব প্রকাশ করেছে গবেষণা প্রতিষ্ঠান গার্টনার। সেখানে বলা হয়েছে, ২০২১ সালে তথ্যপ্রযুক্তি খাতে বৈশ্বিক প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ২ শতাংশ।

গার্টনারের প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত বছর এই খাতে প্রবৃদ্ধির ঋণাত্মক হারের কারণ ছিল, ব্যবসাপ্রতিষ্ঠানগুলো টিকে থাকার লড়াই চালিয়ে যাওয়ার জন্য ন্যূনতম কার্যক্রম চালিয়ে গেছে। ব্যবসায় সম্প্রসারণ কিংবা নতুন প্রযুক্তিতে বিনিয়োগের চিন্তা সচরাচর কেউ করেনি। তবে এ বছর কর্মীদের ঘরে থেকে কাজের সুবিধা দেওয়ার জন্য তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াবে প্রতিষ্ঠানগুলো।

গার্টনারের অনুমান, তথ্যপ্রযুক্তির সব খাতই ২০২১ সালে প্রবৃদ্ধির মুখ দেখবে। এন্টারপ্রাইজ সফটওয়্যারের চাহিদা ৮ দশমিক ৮ শতাংশ বাড়তে পারে। আর অনলাইনে ক্লাস ও কাজ চালিয়ে যাওয়ার জন্য ডিভাইসের চাহিদা বাড়বে ৮ শতাংশ।

এদিকে করোনা চলে গেলেও ঘরে বসে কাজ বা রিমোট ওয়ার্কিংয়ের ধারণা থেকে যাবে বলে মনে করা হচ্ছে। ঠিক এর সঙ্গে যুক্ত তথ্যপ্রযুক্তিগত ব্যয় ২০২১ সালে দাঁড়াবে ৩৩ হাজার ২৯০ কোটি ডলারে, যা গত বছরের তুলনায় ৪ দশমিক ৯ শতাংশ বেশি।