তথ্যপ্রযুক্তির বড় আয়োজন 'বেসিস সফটএক্সপো' উদ্বোধন

বেসিসের সফটওয়্যার মেলার উদ্বোধন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ছবি: বেসিসের সৌজন্যে
বেসিসের সফটওয়্যার মেলার উদ্বোধন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ছবি: বেসিসের সৌজন্যে

ট্রান্সফর্মিং লাইফ থ্রু ইনোভেশন স্লোগানে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে চার দিনব্যাপী তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতভিত্তিক সবচেয়ে বড় প্রদর্শনী ১৬ তম বেসিস সফটএক্সপো। গতকাল বৃহস্পতিবার মেলা উদ্বোধন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে বলেন, ‘তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে বিশ্ব এখন এগিয়ে যাচ্ছে। এর সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ সরকারের তথ্যপ্রযুক্তি বিভাগ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে তা বাস্তবায়ন করছে। চতুর্থ শিল্পবিপ্লবের সঙ্গে তাল মেলাতে আমাদের তরুণ সমাজকে কাজে লাগাতে হবে। তরুণেরাই দেশের সম্পদ। মেধাবী তরুণেরা বাইরে কাজ করছে। দেশে যথাযথ সুযোগ তৈরি করতে পারলে তারা এখানেই কাজ করবে। স্থানীয় সফটওয়্যার অর্থাৎ মেড ইন বাংলাদেশ ধারণাকে উৎসাহিত করতে হবে। পাশাপাশি প্রযুক্তির অপব্যবহার রোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।’

বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবীর বলেন, দেশের সফটওয়্যার প্রতিষ্ঠানগুলো দেশে-বিদেশে বড় প্রকল্পে নিজেদের সক্ষমতার পরিচয় দিচ্ছে। তাই স্থানীয় কোম্পানিদের গুরুত্ব দিতে হবে বেশি করে। অন্যথায়, তথ্য নিরাপত্তা ঝুঁকিসহ দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন বাধাগ্রস্ত হবে।

বেসিস সফটএক্সপোর আহ্বায়ক মুশফিকুর রহমান জানান, প্রদর্শনী এলাকাকে ১০টি অংশে ভাগ করা হয়েছে। ইন্ডাস্ট্রি ৪.০ এলাকা এবং এক্সপেরিয়েন্স এলাকা বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের সক্ষমতা তুলে ধরবে। রয়েছে ভ্যাট এলাকা, ডিজিটাল এডুকেশন এলাকা, ফিনটেক, উইমেন এবং বরাবরের মতো রয়েছে সফটওয়্যার সেবা প্রদর্শনী, উদ্ভাবনী মোবাইল সেবা, ডিজিটাল কমার্স, আইটিইএস ও বিপিও এলাকা। এবারের মেলায় ৩০টির বেশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক সেমিনারের আয়োজন করা হচ্ছে।

সবার জন্য উন্মুক্ত এ তথ্যপ্রযুক্তি প্রদর্শনী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।