দাম নিয়ে নয়ছয় করায় স্যামসাংকে জরিমানা

অভিযোগ অস্বীকার করে আদালতে আবেদন করার কথা জানিয়েছে স্যামসাং
রয়টার্স

নেদারল্যান্ডসে দাম নিয়ে নয়ছয়ের জন্য ইলেকট্রনিক পণ্য তৈরির প্রতিষ্ঠান স্যামসাংকে চার কোটি ইউরো (প্রায় ৪০০ কোটি টাকা) জরিমানা করা হয়েছে। দেশটির অসম প্রতিযোগিতা বন্ধে দায়িত্বপ্রাপ্ত সংস্থা এসিএম আজ বুধবার এ কথা জানিয়েছে।

বাজার নিয়ন্ত্রক সংস্থাটি বলেছে, নেদারল্যান্ডসে বছরের পর বছর ধরে টিভির দাম বাড়িয়ে এসেছে স্যামসাং। প্রতিষ্ঠানটির ঠিক করে দেওয়া দামের চেয়ে কম দামে বিক্রি করলে খুচরা বিক্রেতাদের বারবার দাম বাড়াতে বলেছে স্যামসাং। এতে অনলাইনে ইলেকট্রনিক পণ্য বিক্রি করা বৃহত্তম সাত প্রতিষ্ঠানের মধ্যে অসম প্রতিযোগিতা দেখা দেয়।

খুচরা বিক্রেতাদের স্যামসাং বুঝিয়েছে, তারা পণ্যের দাম বাড়ালে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোও দাম বাড়াতে বাধ্য হবে।

নির্ধারণ করে দেওয়া দাম মানতে কখনোই খুচরা বিক্রেতাদের চাপ দেয়নি বলে বারবার বলে আসছে স্যামসাং। বরং বিক্রেতারা নিজেদের কৌশল অনুযায়ী দাম নির্ধারণ করে বলে দাবি করেছে। জরিমানার বিরুদ্ধে আদালতে আবেদন করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ওদিকে নিয়ন্ত্রক সংস্থাটি বলেছে, দাম নির্ধারণে স্যামসাংয়ের প্রভাব তৈরির চেষ্টা সাধারণ দিকনির্দেশনায় সীমিত ছিল না। বরং ক্রমে প্রতিষ্ঠানটির টিভির দাম নির্ধারণের চেষ্টা ছিল।