দেশি-বিদেশি শীর্ষ প্রধান নির্বাহীদের নিয়ে আয়োজন

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত হচ্ছে সফটএক্সপো। ছবি: বেসিসের সৌজন্যে
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত হচ্ছে সফটএক্সপো। ছবি: বেসিসের সৌজন্যে

দেশি-বিদেশি শীর্ষ প্রধান নির্বাহীদের নিয়ে গতকাল শুক্রবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হয়েছে ‘সিএক্সও লিডারশিপ মিট’। বাংলাদেশ সফটওয়্যার খাতের সংগঠন বেসিস আয়োজিত বেসিস সফটএক্সপো ২০২০-এর দ্বিতীয় দিনে সিএক্সও লিডারশিপ মিটে তথ্যপ্রযুক্তি খাতের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

আয়োজকেরা জানান, ডিজিটাল বাংলাদেশ লক্ষ্য বাস্তবায়নে যুক্তিগত উৎকর্ষ সাধন ও প্রস্তুতি বিষয়ে আলোচনায় অংশ নেন বক্তারা।

সনি করপোরেশনের সাবেক প্রেসিডেন্ট কুনিতাকে আন্দো বলেন, ‘আজ আমরা চতুর্থ শিল্পবিপ্লবের দ্বারপ্রান্তে। প্রতিনিয়ত তথ্যপ্রযুক্তির প্রসার বদলে দিচ্ছে জীবনমান। তথ্যপ্রযুক্তির এ ধারায় চতুর্থ শিল্পবিপ্লবে আমূল পাল্টে যাবে গতানুগতিক জীবনধারা। প্রতিটি খাতই এ পালাবদলের মধ্য দিয়ে যাবে। তথ্যপ্রযুক্তির পালাবদলের ধারার সঙ্গে তাল মিলিয়ে যারা সেরা প্রস্তুতিটা নিতে পারবে, তারাই টিকে থাকবে। এগিয়ে যাবে অগ্রগতির নতুন সোপানের দিকে।’

সিম্মি টেকনোলজিসের প্রধান নির্বাহী সারা ক্রসলে বলেন, ‘আমাদের সংগঠনের সদস্যেদের ইতিমধ্যে চতুর্থ শিল্পবিপ্লবের জন্য প্রস্তুত করতে কাজ শুরু করে দিয়েছি। এই জন্য আমরা একটি উদ্যোগ নিয়েছি, যার নাম রিসার্চ অ্যান্ড ডেভেলপ ইন বাংলাদেশ।’

বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবীর বলেন, ‘এখন প্রযুক্তি নিয়ে চিন্তা করার পাশাপাশি দক্ষ জনবল গড়ার পেছনে চিন্তা করছি। সরকার এ ব্যাপারে ইতিবাচক। সরকারের সহযোগিতায় আমাদের কাজের সুযোগ ও পরিধি আরও বাড়ানোর চেষ্টা করছি।’

সেশনের বক্তা হিসেবে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হুসাইন, এসইআই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরিফ দৌলা, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান, এপেক্স ফুটওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাসিম মনজুর। প্যানেল সেশন পরিচালনা করেন বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর।