দেশীয় উদ্যোক্তাদের জন্য ফেসবুকের উদ্যোগ

করোনাকালে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে এগিয়ে যাওয়া দেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের তুলে ধরতে এবং অনুপ্রাণিত করতে ফেসবুকের আয়োজনে কয়েক পর্বে আলোচনায় যুক্ত হন আয়োজক ও অতিথিরা
ছবি: সংগৃহীত

আয়োজনটির নাম ফেসবুক বলছে ‘বি ডিসকভার্ড’। সঙ্গে হ্যাশট্যাগও (#BeDiscovered) রয়েছে। করোনাকালে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে এগিয়ে যাওয়া দেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের তুলে ধরতে এবং অনুপ্রাণিত করতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের আয়োজনে কয়েক পর্বে আলোচনায় যুক্ত হবেন আয়োজক ও অতিথিরা। গতকাল সোমবার সন্ধ্যায় প্রথম পর্বে অংশ নেওয়া দুই উদ্যোক্তা ফেসবুক লাইভে শুনিয়েছেন তাঁদের সফল হওয়ার গল্প। তাঁদের একজন নামিরা হোসেন। তিনি ঘরে রান্না করা খাবার বিক্রির প্ল্যাটফর্ম কুকআপসের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। অপরজন পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান স্টাইল ইকোর প্রতিষ্ঠাতা সায়মা রহমান।

সঙ্গে ছিলেন ফেসবুকের এশিয়া প্যাসিফিক অঞ্চলের (উদীয়মান বাজার) পরিচালক জর্দি ফর্নিস এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি সৈয়দ আলমাস কবীর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন করপোরেট পরামর্শক গোলাম সামদানি।

আলোচকেরা মূলত করোনাকালে উদ্যোক্তাদের চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করেন। সেই সঙ্গে কীভাবে ডিজিটাল মাধ্যম তাঁদের সাহায্য করছে, তা-ও উঠে আসে। জর্দি ফর্নিস কেবল ফেসবুকের কর্মকর্তাই নন, একজন শিল্পীও। করোনাকালে কীভাবে শিল্পী ও উদ্যোক্তারা অনলাইন মাধ্যমে এসে নিজেদের তুলে ধরার সুযোগ পাচ্ছেন, শুরুতেই তা নিয়ে কথা বলেন তিনি।

লকডাউনের সময়টাতে ডিজিটাল মাধ্যমে বাংলাদেশ কতটা প্রস্তুত, কতটা সক্ষম, তা দেখিয়েছে বলে মনে করেন সৈয়দ আলমাস কবীর। বলেন, ‘ইন্টারনেট এবং ডিজিটাল মাধ্যম ব্যবহার করে আমরা কিন্তু জীবন চালিয়ে নিয়েছি। এ সময়টায় বেশ এগিয়েছে ই-কমার্স ও এফ-কমার্স। এখন মানুষ অনলাইনে কেনাকাটায় অভ্যস্ত হয়েছে।

করোনাকাল চলে যাবে, তবে মানুষের এ অভ্যাস থেকে যাবে।’ ফেসবুক পেজগুলোতে অর্থ পরিশোধের মাধ্যম যুক্ত করা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

এরপর নিজ নিজ উদ্যোগ ও সফলতার গল্প শোনান নামিরা হোসেন ও সায়মা রহমান। দর্শক-শ্রোতারাও ফেসবুকে তাঁদের অভিনন্দন জানান, সঙ্গে জানতে চান সফল হতে হলে করণীয় কী। সে প্রশ্নের উত্তরে নামিরা সৃজনশীল হওয়ার কথা বলেন। জানান, প্রতিদ্বন্দ্বীরা কী করছে, তা না দেখে, নিজের ইচ্ছাকে গুরুত্ব দিন। সায়মা যুক্ত করেন, সবকিছু যে একবারেই হয়ে যাবে, ব্যাপারটা তেমন না-ও হতে পারে। চেষ্টা করতে থাকুন। অন্যদের নকল না করে আপনি যা ভালো জানেন, সে পথে এগোতে পারেন।

ডন সামদানি, কুকআপস ও স্টাইল ইকোর ফেসবুক পেজ থেকে সরাসরি ভিডিওটি দেখানো হয়। এর আগে শ্রীলঙ্কাতেও এমন আয়োজনের উদ্যোগ নিয়েছিল ফেসবুক।