নতুন গোপ্রো ক্যামেরায় ফাইভ-কে ভিডিও

নতুন গোপ্রো ক্যামেরার সামনেও যুক্ত হয়েছে রঙিন ডিসপ্লে।
ছবি: গোপ্রো

‘হিরো ৯ ব্ল্যাক’ মডেলের নতুন অ্যাকশন ক্যামেরা বাজারে আনল গোপ্রো। আগের মডেলটির চেয়ে অনেক দিক থেকেই উন্নত। বিশেষ করে বেশি পিক্সেলের ছবি ও ভিডিও, বড় ব্যাটারি, উন্নত ভিডিও স্ট্যাবিলাইজেশনের কথা বলতে হয়। নকশাও কিছুটা নতুন। সামনের দিকে রঙিন ডিসপ্লে যুক্ত করা হয়েছে। আর মন্দ দিক? দামটা আগের চেয়ে বেশি। সাড়ে চার শ ডলার।

হিরো ৯ ব্ল্যাকে যোগ করা যাবে অতিরিক্ত অনুষঙ্গ।
ছবি: গোপ্রো

হিরো ব্ল্যাক ৯-এ ছবি তোলা যাবে ২০ মেগাপিক্সেল ক্যামেরায়। আগের সংস্করণে ছিল ১২ মেগাপিক্সেল। প্রথমবারের মতো গোপ্রো ক্যামেরায় ফাইভ-কে রেজল্যুশনের ভিডিও ধারণা করার সুবিধা রাখা হয়েছে। ১৭২০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারিটি হিরো ৮ ব্ল্যাকের তুলনায় ৩০ শতাংশ বড়। লেন্স কভার বদলে নতুন লেন্স যুক্ত করার সুবিধা রাখা হয়েছে। ক্যামেরার মূল ডিসপ্লেটি ২ দশমিক ২৭ ইঞ্চির।