নতুন দুই ফোল্ডিং পর্দার স্মার্টফোনের ঘোষণা দিল স্যামসাং

নতুন দুটি ফোল্ডেবল পর্দার স্মার্টফোনের সঙ্গে একজোড়া ইয়ারবাড এবং একটি স্মার্টঘড়ির ঘোষণা দেওয়া হয় গতকাল রাতেস্যামসাং

ফোল্ডেবল, অর্থাৎ ভাঁজ করা যাবে এমন দুটি স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে স্যামসাং। এর একটি গ্যালাক্সি জেড ফোল্ড৩, অপরটি গ্যালাক্সি জেড ফ্লিপ৩ মডেলের।

স্মার্টফোন দুটির ঘোষণায় স্যামসাং বলেছে, মানুষের হাতে হাতে ফোল্ডেবল ফোন তুলে দিতে চায় তারা। আগে যে ফোল্ডিং ফোন ব্যবহার করতেন সবাই, সেগুলোর সঙ্গে এর পার্থক্য হলো, নতুন ফোনগুলো ডিসপ্লেসহই ভাঁজ করা যায়। আর ভাঁজ খুলে বড় আকারের ডিসপ্লেতে কাজ করার সুবিধা পাওয়া যায়।

তবে সমস্যা হলো, গ্যালাক্সি সিরিজের ফোল্ডেবল স্মার্টফোনগুলোর দাম বরাবর হাজার ডলারের ওপরেই হয়ে থাকে। আর তাই শুরুর দিকে ফোল্ডেবল ফোনের প্রতি মানুষের আগ্রহ দেখা দিলেও চড়া দামের জন্য সবার হাতে হাতে ওঠেনি।

গ্যালাক্সি জেড ফোল্ড৩
স্যামসাং

স্যামসাং অবশ্য বলছে, গ্রাহকদের আকৃষ্ট করতে তারা একদিকে দাম কমিয়েছে, অন্যদিকে স্থায়িত্ব বাড়ানোর জন্য শক্তপোক্ত করে তৈরি করেছে। তবে একজন বাজার বিশ্লেষকের বরাত দিয়ে বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন ফোনগুলো এখনো সাধারণ ব্যবহারকারীদের হাতে ওঠার মতো হয়ে ওঠেনি।

সিসিএস ইনসাইটের বেন উড বিবিসিকে বলেছেন, গ্যালাক্সি নোট সিরিজের বেশ কিছু সুবিধা, যেমন নোটের ‘ট্রেডমার্ক’ স্টাইলাস ফোল্ড৩-এ আনা হয়েছে। অর্থাৎ স্যামসাং মনে করছে, নির্দিষ্ট ঘরানা থেকে বেরিয়ে সবার হাতে ফোল্ডেবল ফোন তুলে দেওয়ার এটাই সময়।

বেন উড যুক্ত করেছেন, তবে দেখুন, অ্যাপলের মতো প্রতিদ্বন্দ্বী কিন্তু তা অনুসরণ করার প্রয়োজনীয়তা মনে করেনি। এতে গ্রাহকের চাহিদার পরিমাণ বিনিয়োগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, সে প্রশ্ন থেকেই যায়।

গ্যালাক্সি জেড ফ্লিপ৩
স্যামসাং

গ্যালাক্সি জেড ফোল্ড৩ স্মার্টফোনের ৬ দশমিক ২ ইঞ্চির ডিসপ্লে ভাঁজ খুললে ৭ দশমিক ৬ ইঞ্চি ডিসপ্লের ট্যাবে পরিণত হয়। এবার সেলফি ক্যামেরা ডিসপ্লের নিচে যুক্ত করেছে স্যামসাং। প্রথম দেখায় তা বোঝার উপায় নেই।

পাশাপাশি সফটওয়্যার উন্নয়নে গুরুত্ব দিয়েছে দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটি। বিশেষ করে ভাঁজ খোলার পর যে ট্যাব আকারে পাওয়া যাবে, তাতে নতুন কাজ করার সুবিধা যুক্ত করা হয়েছে। যেমন এক অ্যাপ থেকে সহজে আরেক অ্যাপে যাওয়ার জন্য টাস্কবার থাকছে এতে।

প্রথমবারের মতো ফোল্ডেবল ফোনে এস-পেন স্টাইলাস ব্যবহারের সুবিধা দিল স্যামসাং। আবার প্রথমবারের মতো ওয়াটার রেজিস্ট্যান্ট বা পানিরোধী ফোল্ডেবল ফোন তৈরি করল প্রতিষ্ঠানটি।

গ্যালাক্সি জেড ফোল্ড৩ এবং ফ্লিপ৩
স্যামসাং

এদিকে তুলনামূলক ছোট আকারের গ্যালাক্সি জেড ফ্লিপ৩ (সিরিজের দ্বিতীয় ফোন) স্মার্টফোনে ৬ দশমিক ৭ ইঞ্চি ডিসপ্লে থাকছে। আর ভাঁজ করলে সেটি হয়ে যায় এর অর্ধেক। অর্থাৎ পকেটে ঢুকিয়ে রাখতে সুবিধা।

এর বাইরের দিকে যে ডিসপ্লে আছে, সেটি বাড়িয়ে ১ দশমিক ৯ ইঞ্চি করা হয়েছে। এতে নোটিফিকেশন এলে ভাঁজ না খুলেই তা পড়া যাবে।

গ্যালাক্সি জেড ফোল্ড৩-এর দাম ১ হাজার ৮০০ ডলার এবং ফ্লিপ৩ ফোনের দাম ১ হাজার ডলার করা হয়েছে।

গতকাল রাতে স্যামসাংয়ের ‘আনপ্যাকড’ অনুষ্ঠানে নতুন দুই ফোনের পাশাপাশি একজোড়া ইয়ারবাড এবং গ্যালাক্সি ওয়াচ ৪ মডেলের স্মার্টঘড়ির ঘোষণাও দেওয়া হয়।