নিরাপত্তাত্রুটি থেকে বাঁচতে আবারও আইফোন আপডেটের পরামর্শ

আইফোনের অপারেটিং সিস্টেম দ্রুত হালনাগাদের পরামর্শ দিয়েছে অ্যাপল
রয়টার্স

আইফোন, আইপ্যাড ও অ্যাপল ওয়াচের অপারেটিং সিস্টেমের জন্য জরুরি নিরাপত্তা হালনাগাদ প্রকাশ করেছে অ্যাপল। হালনাগাদগুলো যথাক্রমে আইওএস ১৪.৪.২, আইপ্যাডওএস ১৪.৪.২ এবং ওয়াচওএস ৭.৩.৩ হিসেবে পাওয়া যাবে।

নিরাপত্তাত্রুটিটি খুঁজে বের করেছে গুগলের থ্রেট অ্যানালাইসিস গ্রুপ। সে ত্রুটির প্রভাব পড়ে অ্যাপলের ওয়েবকিট ব্রাউজার ইঞ্জিনে। আর ‘জরুরি’ হওয়ার কারণ হলো, অ্যাপল বলছে, এরই মধ্যে সে ত্রুটি কাজে লাগানো শুরু করেছে হ্যাকাররা।

এর বেশি কিছু জানায়নি অ্যাপল। তবে ত্রুটির কারণে ওয়েব ব্রাউজের সময় ব্যবহারকারীকে ক্ষতিকর ওয়েবসাইটে পাঠানো হতে পারে।

নিরাপত্তা ত্রুটির ভয়াবহতার কথা চিন্তা করে পুরোনো সংস্করণের অ্যাপল ডিভাইস যেমন আইফোন ৫এস, আইফোন ৬, আইফোন ৬ প্লাস, আইপ্যাড এয়ার, আইপ্যাড মিনি ২, আইপ্যাড মিনি ৩ এবং ষষ্ঠ প্রজন্মের আইপড টাচের জন্য আইওএস ১২.৫.২ সংস্করণ প্রকাশ করেছে।

আপনার ডিভাইসের নাম ওপরে পেলে দ্রুত সফটওয়্যার হালনাগাদের পরামর্শ দিয়েছে অ্যাপল। আইফোন ও আইপ্যাডে সেটিংস থেকে জেনারেল > সফটওয়্যার আপডেটে যান। আর অ্যাপল ওয়াচের জন্য যেতে হবে অ্যাপল ওয়াচ অ্যাপে।